পর্যটকদের জন্য বন্ধ পাহাড়ের দরজা, বন্ধ শৈলশহর দার্জিলিং! সিঁদুরে মেঘের শঙ্কা

পর্যটকদের জন্য বন্ধ পাহাড়ের দরজা, বন্ধ শৈলশহর দার্জিলিং! সিঁদুরে মেঘের শঙ্কা

শিলিগুড়ি: সিকিমের পর এবার পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল শৈলশহর দার্জিলিং ও কালিম্পংয়ের দরজা৷ করোনা রুখতে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পর্যটকদের উপর বিধিনিষেধ জারি করেছে৷ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জারি থাকবে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা৷ আর তার জেরেই সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা৷ ধস নামেছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়৷

সম্প্রতি পর্যটকদের প্রবেশ উপর নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার৷ গত ১৫ মার্চ থেকে পর্যটকদের সিকিমে যেতে দেওয়া হচ্ছে না৷ মল্লিবাজার, রংপু থেকে পর্যটকদের ফিরেয়ে দেওয়া হচ্ছে বলেও খবর৷ সিকিমের মতো এবার দার্জিলিং ও কালিম্পংয়েও পর্যটকদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে জিটিএ৷ আজ, বৃহস্পতিবার থেকে কোনও পর্যটক দার্জিলিং ও কালিম্পংয়ে ঢুকতে পারবেন না৷ হোটেলগুলিও বন্ধ রাখা হচ্ছে৷ যাঁরা রয়েছেন, তাঁদেরও দ্রুত পাহাড় ছাড়তে বলা হয়েছে৷ সাপ্তাহিক হাট-বাজার বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

মূলত, উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম দার্জিলিং ও কালিম্পং৷ সেখানে রয়েছে একাধিক দর্শনীয় স্থান৷ কিন্তু, করোনা সংক্রমণের আতঙ্ক থেকে দু’টি পর্যটক কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা৷ সিকিম বন্ধ হওয়ায় পর্যটন ব্যবসার সিংহভাগ লোকসান দেখা গিয়েছে৷ এবার দার্জিলিং ও কালিম্পং বন্ধ হওয়ায় সেই ক্ষতি আরও বাড়বে বলে তৈরি হয়েছে আশঙ্কা৷ ভরা মরশুমে পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ায় পর্যটন শিল্পে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =