করোনা রুখতে জরুরি বৈঠকে মোদি-মমতা, তুঙ্গে তৎপরতা

করোনা রুখতে জরুরি বৈঠকে মোদি-মমতা, তুঙ্গে তৎপরতা

5946a7ac955da7fc3d11d09644247531

কলকাতা: করোনা মোকাবেলা এবার জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী৷ দেশের করোনা মহামারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানা গিয়েছে, আগামীকাল বিকেল চারটায় নরেন্দ্র মোদির সঙ্গে জরুরি বৈঠক করা হচ্ছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকতে পারেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা৷

কেন্দ্রের একাধিক নীতিতে মতপার্থক্য থাকলেও দেশের মহামারীর পরিস্থিতি পর্যালোচনা করে এবার খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷

করোনা প্রতিরোধে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র-রাজ্য সরকার৷ কেন্দ্রের বিধিনিষেধ মেনে চলছে রাজ্য৷ মহামারীর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি সরকারের সঙ্গে বিরোধী যাচ্ছেন না৷ এখন তাঁর লক্ষ্য মানুষের উপকার করা৷ আর সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে পারেন তিনি৷
যদিও, নাগরিক আইনের বিরোধিতার মাঝেও এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী, অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ এবার করোনা পরিস্থিতি নিয়ে ফেরার আগে একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *