পর্যটকদের জন্য বন্ধ দিঘার সমুদ্রে স্নানের হাতছানি, জারি নিষেধাজ্ঞা

পর্যটকদের জন্য বন্ধ দিঘার সমুদ্রে স্নানের হাতছানি, জারি নিষেধাজ্ঞা

883233d6d9c586c8713071e8d05c0d56

তমলুক: অবশেষে ভাঙল ঘুম৷ বেগাম দিঘা পর্যটকদের জন্য অবশেষে সর্তকতা জারি করল স্থানীয় প্রশাসন৷ মাইকে করে প্রচার শুরু হয়েছে৷ দিঘা, মন্দারমনি, তাজপুরে পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হচ্ছে৷

মহামারির দিনগুলিকে দিঘা, মন্দারমনি সমুদ্র সৈকতে যেতে পারবেন না কোন পর্যটক৷ এড়িয়ে চলতে হবে ভিড়ষ কখনও একত্রিত হওয়া যাবে না৷ করোনা সতর্কতায় দিঘায় সমুদ্রের স্লানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন৷ মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের৷

জানানো হয়েছে, দীঘা পিকনিক ও জামায়াতের করা যাবে না৷ স্নানও করা যাবে না৷ মন্দারমণিতেও পিকনিক বা জামায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসন৷ গোটা দেশজুড়ে যখন করোনা আতঙ্ক দেখা দিয়েছে৷ একের পর এক স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান যখন বন্ধ৷ কেন্দ্রীয় ও রাজ্যের তরফে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, ঠিক তখনই বেরপোয়া হয়ে উঠেছিল ভিড়৷ দিঘা সমুদ্র সৈকতে বাড়তে থাকে পর্যটকদের ভিড়৷ ভিড় দেখে উদ্বেগ বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে৷ পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় স্থানীয় প্রশাসনের ভূমিকা ও হোটেল কর্তৃপক্ষ মদতের বিরুদ্ধে প্রশ্ন তোলেন স্থানীয়রা৷ দেশের সমস্ত পর্যটককেন্দ্র যখন বন্ধ, তখন দিঘায় বেপরোয়া পর্যটকদের ভিড় দেখে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা৷ চাপের মুখে পড়ে অবশেষে দীঘা থেকে পর্যটকদের নির্দেশিকা জারি করল প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *