কলকাতা: ফের আরও এক বিদেশ ফেরত যুবকের শরীরে মিলল করোনা৷ এই নিয়ে বাংলায় দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলল বলে খবর৷ জানা গিয়েছে, বালিগঞ্জের অভিজাত এলাকার বাসিন্দা বছর ২৩-এর যুবক গত ১৩ মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন৷ ছিলেন বাড়িতে৷ কিন্তু, পরিস্থিতি বাড়াবাড়ি দেখে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে যান৷ আপাতত তিনি চিকিৎসাধীন৷
ওই যুবকের দাবি, তিনি বিদেশ থেকে ফেরার পর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি৷ পরে করোনা উপসর্গ নজরে আসায় হাসপাতাল যান৷ তাঁর লালারস পরীক্ষা করা হয়৷ নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে বলে পূর্ব ভারতে কেন্দ্রীয় সরকারের চিকিৎসা গবেষণা কেন্দ্র নাইসেড সূত্রে খবর৷
অন্যদিকে, গতরাতে করোনা ভাইরাসের সংক্রমণে আরও একটি মৃত্যু ঘটনা ঘটেছে পাঞ্জাব৷ ৭২ বছর বয়সের ওই বৃদ্ধ সদ্য জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেন গত ১৫ মার্চ৷ বুকে তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাণ হারান তিনি৷ এই নিয়ে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৷ আক্রান্ত প্রায় ২০০ কম৷