পরিকাঠামোর অভাব ঘোচাতে জনতার দরবারে সাহায্য চাইলেন মমতা

পরিকাঠামোর অভাব ঘোচাতে জনতার দরবারে সাহায্য চাইলেন মমতা

কলকাতা: বাংলায় নয়া প্রযুক্তির পরিকাঠামো নেই! নতুন করে পরিকাঠামো সাজিয়ে তুলতে হচ্ছে৷ আর সেই কারণে প্রয়োজন বিপুল অর্থ৷ পরিকাঠামো তৈরি করতে এবার জনতার দরবারে সাহায্য চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৈরি করলেন ‘স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড’৷

আজ নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা একটা স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড খুলছি৷ কারণ আপনারা জেনে রাখুন, প্রচুর পরিকাঠামো করতে হচ্ছে৷ যেটা এখানে নেই৷ নতুন পরিকাঠামো তৈরি করতে হচ্ছে৷ আর আমরা এখনও পর্যন্ত কিছু পাইনি৷ ফলে এইগুলি নতুন করে তৈরি করতে হচ্ছে৷ কিনতে হচ্ছে৷ যোগাযোগ করতে হচ্ছে৷ পাওয়া যাচ্ছে না৷’’

‘স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে’র ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড  করেছি৷ যারা সাহায্য করতে চান, এই সময়ে মানুষের সাহায্যের হাত বাড়ানোর জন্য আমাদের প্রচুর করতে হচ্ছে৷ সে ক্ষেত্রে অনেকে আছেন, যারা সাহায্য করতে চান৷ এটা সোমবার থেকে স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড ওয়েবসাইটে পেয়ে যাবেন৷ যারা সাহায্য করতে চান, করোনা মুক্ত করার জন্য, বিভিন্নভাবে হেল্প করার জন্য এটা খোলা হল৷’’

অন্যদিকে, করোনা রুখতে যাঁরা জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছেন, তাঁদের জন্যও পুজোর পর স্পেশাল বলিভ দেওয়াও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে সরকারি কর্মচারীদের বাড়ি থেকে ই-অফিসের মাধ্যমেও কাজ করারও ঘোষণা করেন৷ পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিতেও ৫০ শতাংশ কর্মীর হাজিরা নিশ্চিত করাযায়, তাও নিয়েও আর্জি জানান মমতা৷ করোনা পরিস্থিতি খাদ্যের অভাব রুখতে বাংলার ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে ফ্রিতে মাসে ৫ কেজি চাল-গম দেওয়াও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 7 =