ব্রেকিং: শনবিবার মধ্যরাত থেকে বন্ধ সমস্ত রেল পরিষেবা, প্রভাব লোকাল ট্রেনেও

ব্রেকিং: শনবিবার মধ্যরাত থেকে বন্ধ সমস্ত রেল পরিষেবা, প্রভাব লোকাল ট্রেনেও

কলকাতা: করোনা রুখতে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে একদিনের জনতা কারফিউর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ আর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে এবার লোকাল, মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রভাব পড়তে চলেছে৷ শনিবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে লোকাল, মেল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন৷ একদিনের জন্য লাটে উঠতে চলেছে দেশের রেল পরিষেবা৷

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রবিবার একদিনের জন্য জনতা কার্ফু করার ঘোষণা করেছিলেন৷ আর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রেল পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷

শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত দশটা পর্যন্ত প্যাসেঞ্জার, এক্সপ্রেস, লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ রবিবার ভোর চারটে থেকে মেইল এক্সপ্রেস দাঁড়িয়ে যাবে৷ শহরতলিতে লোকাল ট্রেন চলবে নামমাত্র৷

শনিবার রাত বারোটার পর থেকে কোনও ট্রেন পরিষেবা আর পাওয়া যাবে না৷ মেল, এক্সপ্রেস ট্রেনগুলি আর পরিষেবা দেবে না৷ ভোর চারটের পর থেকে পথে থাকা মেইল, এক্সপ্রেস ট্রেন যে স্টেশনে থাকবে, সেখানেই দাঁড়িয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে৷ আবার রাত দশটার পর সেই ট্রেনগুলি যাত্রা শুরু করবে৷ পাশাপাশি শহরতলীর জন্য যে সমস্ত লোকাল ট্রেন সাধারণ দিনের জন্য বরাদ্দ থাকে, তা ওই দিন থাকবে না৷ ছুটি দিনে যে লোকল ট্রেন যাতাযাত করে, সেই ট্রেনগুলিও পাওয়া যাবে না৷ ন্যূনতম দেওয়া হবে পরিষেবা৷ খুব অল্প পরিমাণে চলবে লোকাল ট্রেন৷

এছাড়াও রেল স্টেশনে যে সমস্ত ফুড প্লাজা, জন আহারের ব্যবস্থা আছে আইআরসিটিসির, সেই সমস্ত দোকানগুলি রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা করা হয়েছে৷ রাজধানীর, দুরন্ত, শতাব্দি এক্সপ্রেসের চা-কফি বিস্কুটের মত ন্যূনতম খাবার দেওয়া হবে৷ যাত্রীরা অন্য কোন খাবার পাবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =