করোনা আক্রান্তের এলাকা থেকে সমীক্ষার কাজ শুরু পুরনিগমের

করোনা আক্রান্তের এলাকা থেকে সমীক্ষার কাজ শুরু পুরনিগমের

b4871017a99bfc7195af410908103e4c

কলকাতা: ১০৯ নম্বর ওয়ার্ডে প্রথম করোনা সংক্রমণের প্রেক্ষিতে কলকাতা পুর নিগমের বোরো ১১ ও ১২ এর অধীনস্থ প্ৰতিটি ওয়ার্ডে   ফিভার সার্ভেলেন্স শুরু করেছে। এর পাশাপাশি ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বাসিন্দাদের দাবি মেনে ঐ ওয়ার্ডের পুর স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত একজন চিকিৎসক রাখা হয়েছে বলে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন।

পুরভবনে অতীনবাবু বলেন, করোনা নিয়ে সচেতনতা প্রচারের পাশাপাশি, কোন ব্যক্তির জ্বর হলে তাকে পুরস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসতে বলা হচ্ছে। অতীন ঘোষ অভিযোগ করেন, বিদেশ থেকে শহরে আগত সবাইকে বিমানবন্দর বা বর্ডার চেক পোস্টে থাকা ডাক্তাররা বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিচ্ছেন না। ফলে বিভিন্ন দেশ থেকে শহরে আগতরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।  কাউন্সিলরদের থেকে এই তথ্য পেয়ে তা স্থানীয় থানা ও রাজ্য স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে বলে অতীনবাবু জানান। অন্যদিকে, শহরে করোনা সংক্রমণ ঠেকাতে হাওড়া, শিয়ালদা ও কলকাতা রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনে আগত যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করারও তিনি দাবি জানিয়েছেন। এদিকে, আজ থেকে মেয়র, মেয়র পারিষদ, কর্মী সহ পুর নিগমে আসা সব ব্যক্তিদের থার্মাল গানের মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়েছে। স্ক্রিনিং এ জ্বর ধরা পড়লে স্বাস্থ্যপরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *