লকডাউন বাংলা: কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে না বিধিনিষেধ?

লকডাউন বাংলা: কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে না বিধিনিষেধ?

14d83ca134e1c265bc11c95ee7dca6b3

কলকাতা: সোমবার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ পর্যন্ত গোটা রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ বিজ্ঞপ্তি জারি করে নির্দেশিকা কার্যকর করার কথা ঘোষণা করেছে রাজ্যসরকার৷ আপাতত ৪ দিন লকডাউন থাকলেও পরে প্রয়োজন অনুসারে সময় বাড়ানো হতে পারে খবর৷ তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবার জন্য নির্দিষ্ট দোকানপাট খোলা থাকবে৷ নির্দেশ অমাণ্য করলে ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ কোন কোন ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না?

নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আইন-শৃঙ্খলা জনিত কোন সমস্যা হলে এই বিধি কার্যকর হবে না৷ স্বাস্থ্য পরিষেবায় এই বিধি কার্যকর হবে না৷ দেশের নিরাপত্তার কাজে যুক্তদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না৷ জল, বিদ্যুৎ, সাফাই বিভাগে এই বিধি-নিষেধ কার্যকর হচ্ছে না৷ দমকল, সিভিল ডিফেন্স-সহ জরুরি পরিষেবা এর আওতার বাইরে রাখা হচ্ছে৷ ইন্টারনেট, টেলিযোগাযোগ ও ডাকবিভাগকে আওতার বাইরে রাখা হয়েছে৷ ব্যাংক ও এটিএম খোলা থাকছে৷

রেশন পরিষেবা খোলা থাকবে৷ রুটি, দুধ-সহ খাদ্যদ্রব্য পরিবহণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ কার্যকর হবে না৷ খাদ্য সংগ্রহের ক্ষেত্রে মুদিখানা দোকান, শাকসবজি, ফল, মাংস-মাছ, পাউরুটি, দুধ, বিক্রি ও মজুদ ও বিক্রি, পরিবহণে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না৷ অনলাইন পরিষেবার ক্ষেত্রে ফুড ডেলিভারির ক্ষেত্রে এই পরিষেবা আওতার বাইরে থাকছে৷ পেট্রোল পাম্প, এলপিজি গ্যাস গোডাউন, পরিবহণে ছাড় দেওয়া হয়েছে৷ জরুরি পরিষেবায় ক্ষেত্রে ওষুধ, মুদিদোকান, হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা থাকবে৷ সংবাদমাধ্যমকে ছাড় দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *