কে বলেছে, বিপদে মানুষ মানুষের পাশে থাকে না? আজ প্রমাণ দিল গোটা দেশ

কে বলেছে, বিপদে মানুষ মানুষের পাশে থাকে না? আজ প্রমাণ দিল গোটা দেশ

4de93c7975455c83bec1686e09289ac1

কলকাতা: কে বলেছে, মানুষ মানুষের পাশে দাঁড়ায় না? হ্যাঁ! বিপদে পড়লে এখনও মানুষ মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্যটুকু পালন করতেও ভোলেনি৷ তা আজ আরও একবার প্রমাণ করল গোটা দেশ৷ গ্রাম থেকে শহর, বাংলা থেকে বিহার, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আজ বিকেল পাঁচটায় গোটা দেশ এক হয়ে নিজেদের কর্তব্য পালন করলেন৷ যারা যুদ্ধকালীন তৎপরতায় করোনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য সমর্থন জানিয়ে গোটা দেশ জানালেন কুর্নিশ৷

আজ বিকেল ৫টা বাজতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন গৃহবন্দি থাকা গোটা দেশের বাসিন্দারা৷ ঘণ্টা, কাশর, থালা বাজিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালি যাওয়া সেই স্বাস্থ্য সৈনিকদের জানালেন কুর্নিশ৷ আম জনতার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশিষ্টরাও৷  ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে নিজেদের মতো করে তাদের মেতে ওঠে গোটা দেশ৷ গোটা এই ঘটনায় আজ ভারত দেখাল, বিপদেও সবাই সবার পাশে আছে৷