একই পরিবারের ৩ জনের শরীরে করোনা, বাংলায় আক্রান্ত বেড়ে ৭

একই পরিবারের ৩ জনের শরীরে করোনা, বাংলায় আক্রান্ত বেড়ে ৭

820779f45467e3ef24d287ec283f52af

 

কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল৷ এক দিনে একই পরিবারের ৩ জনের দেহে মিলল করোনা ভাইরাসের সন্ধান৷ এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৷ পণ্ডিতিয়া রোডে একই পরিবারের তিনজন আক্রান্ত হাওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ৷

গত দিন তিনেক আগে বিলেত ফেরত ২২ বছরের এক তরুণের শরীরে ভাইরাস ধরা পড়ে৷ তাঁকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে৷ সতর্কতা হিসাবে বালিগঞ্জের ওই তরুণের বাবা-মাও পরিচারিকা-সহ ১১ জনের মনুমা পরীক্ষা করা হয়৷ রাখা হয় রাজারহাটের কোয়ারেন্টাইনে৷ কিন্তু, আজ ওই তরুণের বাবা-মা ও পরিচারিকার রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে৷

সংক্রমণ রুখতে ওই পরিবারের ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ রাখা হয় রাজারহাটের কোয়ারেন্টাইনে৷ পরে তাঁদের নমুনা পরীক্ষার পর জানা যায়, ৩ জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ৷
রিপোর্ট আসার পর ওই তিনজনকে বেলাঘাটা হাসপাতালের স্পেশালা আইসোলেশনে রুমে রাখা হয়েছে৷ এর আগে বালিগঞ্জেরে আক্রান্তের পরিবারের সদ্যদের রাজারহাটে  কোয়ারেন্টাইনে রাখা হয়৷ গতকাল তাঁদের নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷ সেখানে নমুনা সংগ্রহ করা হয়৷ আজ নাইসেডে নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়৷ আজ ফলাফল জানা গিয়েছে৷ নয়া এই রিপোর্টে রাজ্যে ৭ জনের দেহে পাওয়া গেল করোনা৷ তাদের মধ্যে এক প্রৌঢ়ের অবস্থা সংকটজনক৷ আমরি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *