ব্রেকিং: বাংলায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু, দেহ পাবে না পরিবার

ব্রেকিং: বাংলায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু, দেহ পাবে না পরিবার

কলকাতা: বাংলায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু! করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি থাকা রোগীর মৃত্যু হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, ওই রোগী দমদমের বাসিন্দা৷ ৫৫ বছরের প্রৌঢ়৷ আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ গত সপ্তাহে তাঁর দেহে করোনা ধরা পড়ে৷ রাখা হয় ভেনটিলেশনে৷ পরে একমো সাপোর্ট দেওয়া চেষ্টাও ব্যর্থ হয়৷ দীর্ঘ চিকিৎসার পর আজ হৃদরোগে আক্রান্ত হয়ে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর৷ এই নিয়ে দেশের করোনা আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৷ জানা গিয়েছে, করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ নিয়ে থাকা বিধিনিষেধ অনুযায়ী, রোগীর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে না বলে খবর৷ মৃত রোগীর পরিবারকে আতাতত আইসোলেশনে রাখা হয়েছে৷ করা হয়েছে নমুনা পরীক্ষা৷ 

গত ২১ মার্চ করোনা আক্রান্তের সন্ধান মেলে দমদমের বাসিন্দার ওই প্রৌঢ়ের দেহে৷ এসএসকেএমের রিপোর্ট যাচাই করার পর তাঁর নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়৷ নাইসেডেও পরীক্ষা রিপোর্ট ‘পজিটিভ’ মেলে৷ করোনা আক্রান্ত মৃত ওই রোগীর বিদেশে যাওয়ার ইতিহাস আছে বলে নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সপ্তাহখানিক আগেই আমরি হাসপাতালে ভর্তি হন৷ পরে আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়৷ সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ওই বৃদ্ধের পরিবারের সমস্ত সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে৷ তাঁদের নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ আজ সন্ধ্যায় তাঁদের রিপোর্ট আসার কথা৷

সল্টলেকের আমরি হাসপাতাল সূত্রে খবর, গত ১৩ মার্চ সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি হন দমদমের ৫৫ বছরের ওই বাসিন্দা পৌঢ়৷ শুকনো কাশি নিয়ে তিনি ছিলেন চিকিৎসাধীন৷ তারপর থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে৷ তাঁকে ভেন্টিলেশনে৷ পরে চিকিৎসকরা তাঁর নমুনা সংগ্রহ করা প্রথম এসএসকেএম হাসপাতালে পাঠান৷ এসএসকেএম হাসপাতালে তথ্য যাচাই করার জন্য নাইসেডে তা পাঠানো হয়৷ সেখানে নমুনা পজেটিভ ধরা পড়েছে বলে সূত্রের খবর৷ প্রথম থেকেই ওই রোগীর অবস্থা সংকটজনক ছিল৷ রাখা হয় ভেন্টিলেশনে৷ পরে আজ হৃদরোগে আক্রন্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 12 =