কলকাতা: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদলীয় বৈঠকে হাজির হয়েছে বাম-কংগ্রেস। কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেন আব্দুল মান্নান। করোনা পরিস্থিতিতে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
করোনা রুখতে একযোগে কাজ করার কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন তিনি। সেখানে কংগ্রেসের তরফে কোভিড ১৯ মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আব্দুল মান্নান। পাশাপাশি তিনি কিছু পরামর্শও দেন দলের পক্ষ থেকে। তাঁর কথায়, 'পঞ্চায়েত বা পুরসভার স্বাস্থ্য বিভাগ রয়েছে। তাদের তরফে যদি সাধারণ মানুষের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়, সেটা এই পরিস্থিতিতে কাজে লাগতে পারে।' কিন্তু মুখ্যমন্ত্রীর কথায়, এই রাজ্যে সেই পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তিনি বলেন, 'আমাদের কাছে মাত্র ৪০টা কিট রয়েছে।' এছাড়াও চিকিৎসার জন্য যে আগে চিকিৎসকদের দিতে হবে, সেই কথাও শোনা গেছে মুখ্যমন্ত্রীর জবাবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ফলে আতঙ্ক বাড়ছে বলে আব্দুল মান্নান বলেন, 'করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায়, সেখানে সবাই বড় বড় ডাক্তার। এখান থেকে অনেক গুজব ছড়াচ্ছে। সেগুলো বন্ধ হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পরামর্শ দিচ্ছেন, এটা করলে ভাল হবে, ওটা করলে ভাল হবে। কেউ আবার বলেন গোমূত্র খান। এরকম গুজব যাতে না রটে প্রশাসন যেন সেদিকে নজর রাখে। এক্ষেত্রে চিকিৎসকরা যা বলছেন সেগুলোই মানা দরকার।' এছাড়াও রিক্সাচালক বা শ্রমিক শ্রেণির মানুষের জন্য যদি আরও কিছু ব্যবস্থা করা যায় সেই কথাও বলেছেন তিনি।
কংগ্রেসের তরফে আব্দুল মান্নান এদিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'আমাদের মধ্যে রাজনীতিগত যতই ভেদাভেদ থাকুক, সরকারের সঙ্গে একযোগে কাজ করব। যে কাজ করে, সে জানে কাজ করতে কী কষ্ট হয়।' করোনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তিনি বলেন, 'প্রয়োজন হলে কেন্দ্র সরকার টাকা দেবে। সব রাজ্য থেকে করা তো সম্ভব নয়। রাজনীতি না করে পাশে থাকা উচিত কেন্দ্রের। এই বিষয়ে কেন্দ্রের কাছে রাজ্য যদি কোনও দাবি করে, তার পাশেও আছি আমরা।'