কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে দমদমের প্রৌঢ়ের মৃত্যু হয়েছে৷ ওই প্রৌঢ় সল্টলেক আমরিতে ভর্তি ছিলেন৷ শনিবার তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়৷ ওই প্রৌঢ় ভেন্টিলেশনে ছিলেন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ ওই প্রৌঢ়ের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই৷ প্রৌঢ়ের পরিবারের তরফে দাবি করা হয়েছে, সম্প্রতি ট্রেনে তিনি ছত্তিশগড় থেকে কলকাতায় ফিরেছেন৷ ট্রেনে তিনি সংক্রামিত হয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ যদি প্রতিবেশীদের অভিযোগ ফেব্রুয়ারি মাসেই তাঁর ছেলে ইতালি থেকে এসেছিলেন৷ ওই প্রৌঢ়ের পরিবারের সদস্যদের নমুনা করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
দমদমের বাসিন্দা বছর ৫৪-র ওই প্রৌঢ় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে কয়েকদিন আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তারপরই তার শরীরে মেলে করোনা ভাইরাসের জীবাণু। আর তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সোমবার ওই প্রৌঢ়ের বাড়ির পরিচারিকার পরিবারের সদস্যদেরও নমুনাও পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়। আর রবিবার তাঁর বৃদ্ধা মা ও স্ত্রীকে বিচ্ছিন্ন করে করোনা-পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
কলকাতায় প্রৌঢ়ের মৃত্যুর পাশাপাশি ভারতে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়৷ সোমবারই মহারাষ্ট্রে ফিলিপিন্সের এক নাগরিকের মৃত্যু হয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফিলিপিন্সের ওই নাগরিক করোনা মুক্ত হয়ে গিয়েছিলেন৷ কিন্তু অতিরিক্ত সুগার ছিল ও হৃৎপিণ্ডে সমস্যা ছিল৷ সেখান থেকেই তাঁর মৃত্যু হয়েছে৷ রাজস্থানেও এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়৷ ওই পর্যটক সুস্থ হওয়ার পরেও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে৷