কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ তথা রাজ্যজুড়ে চলছে লকডাউন। সরকারি নির্দেশিকায় এই পরিস্থিতিতে কিকি নিয়মবিধি অবলম্বন করতে হবে পরিস্কার করে উল্লেখ করা হয়েছে। আইন ভাঙলে শাস্তির ধারাও বিস্তারিতভাবে ব্যখ্যা করা হয়েছে। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমেও একাধিকবার এইসমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাসত্ত্বেও খোদ শহর কলকাতায় আইনভাঙার লজ্জাজনক এবং রীতিমতো আগ্রাসী মনোভাবের দৃশ্য নজরে এলো। নিয়ম মেনে লকডাউনের মধ্যে রাস্তায় বেরোনোর কারণ জানতে চাইলে বিধাননগরে পুলিশকর্মীদের সঙ্গে চূড়ান্ত অভভ্যতা করল এক তরুণী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জন্য এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে আসা এক তরুণী ও তার বন্ধুকে আটক করে পুলিশ। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। নিয়ম অনুযায়ী কেন বেড়িয়েছেন? কোথায় বেড়িয়েছেন? এসব জানতে চাওয়া হলে কোনো প্রামান্য নথি তো দেখাতেই পারেনি, উল্টে গাড়ি থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করতে শুরু করে ওই তরুণী।
শুধু তাই নয়, বাকবিতণ্ডার মধ্যে এসআই পদমর্যাদার এক পুলিশকর্মীর দিকে তেড়ে এসে হঠাৎ করে তাঁর গায়ে নিজের মুখ ঘষে দিয়ে কিছু একটা লাগিয়ে দেয় ওই তরুণী। পরে জানা গেছে তার গালে একটি ফোঁড়া ছিল। সেটি খুঁচিয়ে রক্ত বের করে ওই এসআই-এর ইউনিফর্মে লাগিয়ে দেয় তরুণী।এই ঘটনার পরেই সেই তরুণী, তাঁর বন্ধু এবং গাড়ির চালককে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিস। বুধবার সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ঘটনাটি ঘটে।