কোথায় সুরক্ষা? নিরাপত্তার দাবিতে বেলেঘাটায় বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

কোথায় সুরক্ষা? নিরাপত্তার দাবিতে বেলেঘাটায় বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

dabe852630d7fc72d12a470a69754b9e

কলকাতা: নেই পরিকাঠামো৷ অধরা সুরক্ষা! মিলছে না পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার৷ নূন্যতম নিরাপত্তার দাবি জানিয়ে এবার বিক্ষোভ দেখালেন করোনার বিরুদ্ধে লড়াই করা নার্স ও স্বাস্থ্য কর্মীরা৷

প্রয়োজনীয় সুরক্ষার দাবিতে বেলেঘাটা আইডি হাসপাতালে নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ করে দেখাতে শুরু করেন স্বাস্থ্যকর্মীরা৷ পর্যাপ্ত পরিকাঠামো ঠিকঠাক মিলছে না৷ হাসপাতালে পৌঁছাতেও সমস্যা হচ্ছে৷ মূলত এই দাবি তুলে এবার অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা৷ নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের জেরে বেশ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় বেলেঘাটা আইডি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা৷

24f36260645c75896e59fbb61db2ae24

মূলত যারা করনা আক্রান্ত কিংবা আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় নিয়োজিত, সেই সমস্ত স্বাস্থ্যকর্মীরা এদিন বিক্ষোভ দেখান৷ বিক্ষোভে অংশ নেন প্রায় ১০০ স্বাস্থ্যকর্মী৷ হাসপাতাল সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা৷  দিতে থাকেন স্লোগান৷ প্রায় ঘণ্টাখানিক পর পরিস্থিতি স্বাভাবিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *