লকডাউনে প্রথম সাফল্য বাংলায়, ২৪ ঘণ্টার মধ্যেই উধাও করোনা

লকডাউনে প্রথম সাফল্য বাংলায়, ২৪ ঘণ্টার মধ্যেই উধাও করোনা

কলকাতা: করোনা মোকালিকায় গত ২৩ মার্চ থেকে বাংলায় লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের সুপারিশ অনুযায়ী শহর কলকাতা সহ গোটা বাংলাজুড়ে ৪৮ ঘণ্টার বেশি নকডাউন চলছে৷ আর সেই লকডাউন ঘোষণার প্রথম সুফল মিলল এবার হাতেনাতে৷ পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনার সন্ধান পওয়া যায়নি৷

মঙ্গলবার গোটা দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ তার আগে থেকেই বাংলায় কার্যকর হয়েছিল লকডাউন বিধি৷ এবার লকডাউনের ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের জন্য সুখবর এনে দিল নয়া রিপোর্ট৷  জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন করে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি৷ আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্যদপ্তরের তরফে বুলেটিন এই তথ্য প্রকাশ করা হয়েছে৷
এই রিপোর্ট দেখে ওয়াকিবহাল মহল মনে করছে, এই সাফল্য লকডাউনের জন্যই মিলেছে৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, লকডাউনের ফল এত দ্রুত পাওয়া যাবে না৷ কেউ করোনা সংক্রামিত হলে তাঁদের গড় ইনকিউবেশনের মেয়াদ অন্তত পাঁচ৷ কখনও কখনও তা সাত দিন পর্যন্ত হতে পারে৷ লকডাউনের সুফল পেতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মত তাঁদের৷

তবে, স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ থাকা এমন ৩৯৬৯ জনকে গৃহবন্দি করেছে৷ ৪০৬৭ জনকে নজরদারিতে রাখা হয়েছে৷ ৫৪ জনের শরীর নমুনা পরীক্ষা হয়েছে৷ কোনও পজেটিভ রিপোর্ট পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =