করোনা আক্রান্তের মৃত্যুর পর সৎকারের পৃথক ব্যবস্থা পুরসভার

করোনা আক্রান্তের মৃত্যুর পর সৎকারের পৃথক ব্যবস্থা পুরসভার

5067770d3af7c07971a1abf4ac242332

কলকাতা: করোনা আক্রান্তের মৃত্যুর পর দেহ সৎকার নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা৷ গত ২৩ মার্চ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দমদমের এক বাসিন্দার৷ ওই ব্যক্তির মৃত্যু দেহ সৎকার নিয়ে তৈরি হয় জটিলতা৷ সেই জটিলতা কাটাতে এবার করোনা আক্রান্তের মৃত্যুর পর সৎকারের পৃথক ব্যবস্থা করল কলকাতা পুরসভার৷

কলকাতা পুরসভা সূত্রে খবর, ধাপায় যেখানে বেওয়ারিশ মৃতদেহ দাহ করার কাজ করা হয়, সেখানে এখন থেকে করোনা আক্রান্তের মৃত্যুদেহর সৎকার করা হবে৷ সংখ্যালঘুদের ক্ষেত্রে বাগমারির কবরস্থানে দেহ সৎকার করা হবে৷

করোনা পরিস্থিতি নিয়ে আজ কলকাতা পুরসভার জরুরীভিত্তিতে বৈঠক করা হয়৷ সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করা ঘিরে নানান জটিলতা তৈরি হচ্ছে, তা আগামী দিনে এড়ানো যায়, তা নিশ্চিত করতে পৃথক পৃথক সৎকারের ব্যবস্থা করা হবে৷ যেখানে এই কাজ করা হবে, সেখানে দেওয়ার তুলে দেওয়া হবে৷ মূলত নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে৷

অন্যদিকে, দক্ষিণ দমদমের ২৩ নম্বর ওয়ার্ডে যুগীপাড়ায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির বাড়ি থেকে এক কিলোমিটার ব্যাসার্ধে জীবাণুমুক্ত করার কাজ শুরু করতে চলেছে পুরসভা৷ বৃহস্পতিবার সকাল থেকে এই কাজ শুরু হবে৷ কিন্তু, মৃত্যুর দু’দিন পর কেন এই পদক্ষেপ? আগে কেন তা করা হল না? দক্ষিণ দমদম পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *