বাংলায় কেউ অভুক্ত থাকবে না, সহনাগরিকদের সাহায্যের আবেদন মমতার

বাংলায় কেউ অভুক্ত থাকবে না, সহনাগরিকদের সাহায্যের আবেদন মমতার

কলকাতা: করোনা মোকাবিলায় কেন্দ্রের তরফে এখনও কোনও সাহায্য আসেনি৷ কিন্তু রাজ্য সরকার করোনা মোকাবিলায় কোনও রাজ্যের থেকে পিছিয়ে নেই৷ করোনা মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন৷ ইতিমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন৷  কিন্তু আর্থিকভাবে বিপর্যস্ত রাজ্যকে সাহায্য করার জন্য বুধবার একটি সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে আহ্বান করেছেন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লকডাউনের জেরে কেউ অভুক্ত থাকবেন না রাজ্যে। সকলের কাছে পৌঁছে যাবে খাবার। তবে, মাছ-মাংস-দুধ-ডিম হয়তো পৌঁছে দিতে পারবে না রাজ্য সরকার। কিন্তু কেউ যাতে অভুক্ত না থাকেন, সেই বন্দোবস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও জানিয়ে দিলেন, বাজার বন্ধ থাকবে না।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীকে প্রয়োজনে দেওয়া হবে পাস। সেই পাস সঙ্গে থাকলে পুলিশ কোনওরকম ভাবে বাধা দেবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই বিষয়টিতে পুলিশকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। হোম ডেলিভারি আটকাবেন না, সবজি বিক্রেতাদের বাধা দেওয়া চলবে না। হকার কার্ড বিলি করা হবে। রাজ্যের কন্ট্রোল রুমে তিন শিফটে হবে কাজ। কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানান। একবারে দু’মাসের সামাজিক পেনশন দেওয়া হবে।’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।করোনা পরিস্থিতির উপর নজর রাখতে ২টি টাস্ক ফোর্স গঠন রাজ্যের। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের একটাই কন্ট্রোল রুম করোনার জন্য। নম্বর ১০৭০। ল্যান্ডলাইন ০৩৩ ২২১৪৩৫২৬-এই দুই নম্বরে যেকোনও সমস্যায় পড়লে ফোন করতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে ফুটপাতবাসীদের কীভাবে রক্ষা করা হবে। সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই প্রশ্নেরও সমস্যার সমাধান করলেন রাজ্য সরকার। ফুটপাতে যারা থাকেন, তাদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

করোনা মোকাবিলায় বাংলার জন্য আগেই ২০০ কোটির আপত্কা লীন ত্রাণ তহবিল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে তিনি জানান, রাজ্য ইতিমধ্যেই আপত্কাবলীন ত্রাণ তহবিলে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও, ৪ লক্ষ বিশেষ পোশাক, ২ লক্ষ সার্জিক্যাল মাস্ক, ২০ হাজার আইআর থার্মোমিটার, ৩০০ ভেন্টিলেটর এবং ৩টি ইসিএও মেশিনের কেনার অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু সেই তহবিল যথেষ্ট নয় বলে বুধবার জানান মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় এবার সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র থেকে কোনও সাহায্যে এখনও আসেনি। সুতরাং করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী। সাধারণ নাগরিকদের কাছে আমার আবেদন এই বিপর্যয়ের সামনে আপনারও এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

আর্থিক বা কোনও মেটিরিয়াল দিয়েও সাহায্য করা যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য করতে চাইলে এই অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে করা যাবে। অ্যাকাউন্ট নম্বরটি হল..628005501339। আইএফসি কোড হল ICIC 0006280। আর যদি কোনও ব্যক্তি জিনিসপত্র দিয়ে সাহায্য করতে চান যোগাযোগ করুণ এই ফোন নম্বর। ফোন নম্বরটি হল 9051022000।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + thirteen =