পাউরুটি পাওয়া না গেলে আমি কী করব? হাতরুটি করুন: মমতা

পাউরুটি পাওয়া না গেলে আমি কী করব? হাতরুটি করুন: মমতা

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী গোটা দেশজুড়ে লকউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশজুড়ে লকডাউন ঘোষণার আগেই বাংলায় দু'দফায় লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ লকডাউন ঘোষণা হতেই লাফিয়ে বাড়েছে জিনিসপত্রের দাম৷ গৃহবন্দি জনজীবন৷ তবুও প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে৷ উৎপাদনও কমছে৷ অমিল পাইরুটিও৷ বাজার থেকে পাউরুটি পাওয়া যাওয়ার কারণ হিসাবে নিজের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ সাংবাদিক বৈঠক শেষে পাউরুটি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলেন এক সাংবাদিক৷ তারপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শুনুন কোথাও কোথাও স্টাফ নেই৷ পাউরুটি পাওয়া যাচ্ছে না তো আমি কী করতে পারি৷ পাউরুটি না পাওয়া গেলে হাত রুটি তৈরি করুন না৷ তাতে কী যায় আসে৷ দয়া করে এই সমস্ত ছোটখাটো প্রশ্ন করবেন না৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বেকারি খুলুক আমরা এটা চাই৷ মনে রাখতে হবে, তাঁরাও দূরে দূরে থাকে৷ ছেলেমেয়েদের ছেড়ে তারা আসবে কী করে৷ তাঁদের ছেলেমেয়েদেরও দেখভাল করতে হয়৷ বেকারিতে পাউরুটি পাওয়া যাচ্ছে না তো অন্য কিছু তৈরি করবে৷ হাত রুটি তৈরি করবে৷ হাত রুটি তো আমরা তৈরি করতে পারি৷ মনে রাখতে হবে, দুর্যোগ আসলে কিছু দুর্ভোগ হয়৷ দুর্যোগ একটা শব্দ৷ আমার একটা কবিতা লেখা ছিল, সবাই ভয় পায়, ভয় পেলে চলবে না৷ দুর্যোগ মোকাবেলা করতে হবে৷ বুঝলেন কিছু৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 20 =