করোনা আক্রান্ত একই পরিবারে ৫ সদস্য, তালিকায় ৩ শিশু! বাংলায় আক্রান্ত ১৬

করোনা আক্রান্ত একই পরিবারে ৫ সদস্য, তালিকায় ৩ শিশু! বাংলায় আক্রান্ত ১৬

820779f45467e3ef24d287ec283f52af

কলকাতা: এবার করোনা আক্রান্ত একই পরিবারে ৫ সদস্য৷ রাজ্যে আরও পাঁচ আক্রান্তের দেহে করোনা সংক্রমণ৷ একধাক্কায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৷ একই পরিবারের পাঁচ জনের শরীরে করোনা মিলেছে বলে খবর৷ ইংল্যান্ড ফেরত আক্রান্তের সংস্পর্শে আসার খবর মিলেছে৷  নদীয়ার তেহট্টের ওই পরিবার সহ প্রতিবেশী মোট ২০ জনকে কলকাতায় এনে পর্যবেক্ষণে রাখার তৎপরতা শুরু হয়েছে৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, একই পরিবারের আক্রান্ত শিশু-সহ পাঁচজন৷ সূত্রের খবর, গত ১৬ মার্চ পরিবারিত অনুষ্ঠানে তাঁরা দিল্লিতে করোনা আক্রান্তের সংস্পর্শে আসে ওই পরিবারটি৷ আপাতত আক্রান্ত পরিবার-সহ প্রতিবেশি ২০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ জানা গিয়েছে, নদীয়ার তেহট্টের ওই পরিবারে ২৭ বছরের তরুণী, ৪৫ বছরের মহিলা, ১১ বছরের কিশোর, ৯ মাসের শিশু ও ৬ বছরের নাবালক করোনা আক্রান্ত হয়েছেন৷

জানা গিয়েছে, গত ১৬ মার্চ দিল্লিতে বিলেত ফেরত করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন তাঁরা৷ আর তার জেরেই সংক্রমিত হয় গোটা পরিবার৷ প্রথমে ২৭ বছরের তরুণীর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই দফায় তাঁদের নমুনা পরীক্ষা করা হয়৷ উভয় ক্ষেত্রে রিপোর্ট পজেটিভ আসে৷ আর তার জেরেই এক লাফে বাংলায় আক্রান্তের সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়ায় ১৫৷ গত সপ্তাহে যেহেতু ওই পরিবারটি দিল্লি থেকে বিমানে করে কলকাতায় ফেলেন, ফলে ওই পরিবারের সঙ্গে যারা সংস্পর্শে এসেছেন, তাঁদের তালিকা তৈরি করার কাজ চলছে৷ কলকাতায় যেখানে তাঁরা গিয়েছেন, তার তালিকা তৈরি করা হচ্ছে৷ ওই পরিবারে সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে৷

9b366c8af99ff1fdcee1db6e5e6daad6
স্বাস্থ্য দপ্তরের বিলেটিন

স্বাস্থ্য দপ্তর তরফে জানানো হয়েছে, আজ মোট ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ ৫৫ নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ৷ একই পরিবারের পাঁচজনের ফলাফল পজেটিভ মেলে৷ এই মুহূর্তে রাজ্যের হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ২০৮ জন৷ তাঁদের নমুনাও দফায় দফায় পরীক্ষা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *