বাংলায় আরও ২ জনের শরীরে করোনা থাবা, হোম কোয়ারেন্টাইনে আরও ১০ হাজার

বাংলায় আরও ২ জনের শরীরে করোনা থাবা, হোম কোয়ারেন্টাইনে আরও ১০ হাজার

820779f45467e3ef24d287ec283f52af

কলকাতা: ফের করোনা থাবা বাংলায়৷ আরও দু’জনের শরীরে মিলল করোনা আক্রান্তের হদিস৷ করোনা আক্রান্ত ৭৫ বছরের বৃদ্ধা৷ আক্রান্ত হয়েছেন ৫৬ বছরের এক প্রৌঢ়৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জন৷ আপাতত তাঁদের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে৷ দু’জনেই ছিলেন কোয়ারেন্টাইনে৷

এই দু’জনে করোনা আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা দেখা হচ্ছে৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ ৩৭ জনের নমুনা পাঠানো হয়৷ মধ্যে এই দু’জনের নমুনা পজেটিভ এসেছে৷ জানা গিয়েছে, এই দু’জন আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন৷ বিভিন্ন উপসর্গ থাকায় তাঁদের কোয়ারেন্টাইন থেকে নমুনা সংগ্রহ করা হয়৷ পরীক্ষার জন্য আজ নাইসেডে পাঠানো হয় নমুনা৷ নমুনা পরীক্ষার পর ওই দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর৷ ফলাফল পজেটিভ আসায় তাঁদের কোয়ারেন্টাইন থেকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে৷  

40b38a59d9bdb163bfccd7ea08985493
রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন

সূত্রের খবর, ওই দু’জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকতে পারেন৷ তবে তাঁরা এই রাজ্যের কোনও আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, না কি ভিন রাজ্যের কোনও আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়৷ আজ মোট ৩৭ জনের মধ্যে দু’জনের নমুনা পজেটিভ এসেছে৷ নতুন দুই আক্রান্ত কাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সম্বন্ধে খোঁজখবর নিতে শুরু করেছে স্বাস্থ দপ্তর৷ তাঁদের তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে৷ এরা দু’জনের পূর্ব মেদিনীপুরের এগড়ার বাসিন্দা৷ যদিও এর আগেও নায়াবাদের এক বাসিন্দা এগড়ার বিয়ে বাড়ি থেকে করোনা আক্রান্ত হন৷ করোনা আক্রান্ত এক মার্কিন নিবাসীর সংস্পর্শে আসেন তিনি৷ তবে, নতুন করে আক্রান্ত হওয়া দু’জন ওই বিয়ে বাড়ি থেকে সংক্রামিত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷

অন্যদিকে, আজ নতুন করে ১০ হাজারের বেশি মানুষকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ যারা যারা আক্রান্ত সংস্পর্শে এসেছেন বা সন্দেহ করা হচ্ছে সেই সমস্ত মানুষদের অবিলম্বে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *