করোনা সচেতনতায় অশোকনগরের বৈশাখি উৎসব কমিটির বিশেষ উদ্যোগ

করোনা সচেতনতায় অশোকনগরের বৈশাখি উৎসব কমিটির বিশেষ উদ্যোগ

3b8aefb6727e81e9e810ca4d3ae9b5c6

বারাসত:  করোনার থাবা থেকে বাঁচতে পারেনি বিশ্ব৷   করোনা সংক্রমণের ঢেউ পড়েছে  ভারতে৷ ভারতে এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন চলছে৷ এই পরিস্থিতিতে সেভ লাইভ সেভ সোশ্যাইটি ভাবনা নিয়ে এগিয়ে এল অশোকনগরের আশ্রাফাবাদ ও সন্দেহিত এলাকায় বেশ কিছু আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের কাছে পৌঁছে যান অশোকনগর বৈশাখী উৎসব কমিটির আধিকারিকরা৷

অশোকনগর বৈশাখী উৎসব কমিটি তারা তাদের পরিষেবা প্রদানকারী যোগাযোগ নাম্বার তুলে দেন বিশেষ ভাবে সক্ষম ও অসহায়ভাবে মানুষের কাছে। সেই সাথে বৈশাখী উৎসব কমিটির আহবায়ক দেবাশীষ মজুমদার জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম মানুষদের কথা সেভাবে  কেউ ভাবছেন না৷ এঁদের পক্ষে হোম কোয়ারেন্টাইনে থাকা সম্ভব নয়৷ কেউ চোখে দেখতে পাননা৷ তাঁরা সঠিকভাবে মাস্কটাও পরতে পারেন না৷  তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগে মানুষগুলো বেঁচে থাক৷ তারপরে অন্য কিছু বলে মন্তব্য করেছেন দেবাশিষবাবু৷

অন্যদিকে, বাংলাতেও ভারতের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ শনিবার তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ উত্তরবঙ্গে সম্প্রতি বিদেশ ফেরত এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে৷ এছাড়াও  এগরার দুই জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ মনে করা হচ্ছে, পিয়ারলেসে ভর্তি আক্রান্ত ব্যক্তির থেকে তারা সংক্রমিত হয়েছে৷ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০৪৷ অন্য দিকে, বাংলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *