কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে করোনায় আক্রান্ত বৃদ্ধের। ৬৬ বছর বয়সী প্রৌঢ়ের শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাসের জীবাণু।২৩ মার্চ শ্বাসকষ্ট ও কাশি নিয়ে তিনি পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে খবর, এখনও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন বৃদ্ধ। রেচন প্রক্রিয়ার সমস্যা শুরু হয় তাঁর। পরিস্থিতি পর্যালোচনার বসেছে মেডিক্যাল বোর্ড। তবে তার বিদেশ যাওয়ার কোনো রেকর্ড নেই বলেই জানা যাচ্ছে পরিবার সূত্রে। ওই প্রৌঢ় মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত কিছু লোকের সংস্পর্শে আসেন তিনি। ওই বিয়েবাড়িতে বিদেশ ফেরত কারা এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন।
অন্য দিকে, রাজ্যে প্রথম করোনা আক্রান্ত আমলা পুত্র সুস্থ হয়ে উঠছেন৷ পাশাপাশি স্কটল্যান্ড ফেরত তরুণী ও বালিগঞ্জে করোনা আক্রান্ত তরুণের বাবা সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে৷
বেলেঘাটা আইডির তরফে জানানো হয়েছে, শুধু আমলা পুত্র নয়, রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পথে৷ জানা গিয়েছে, আমলা পুত্র ছাড়াও আরও দুই জনের করোনা পরীক্ষা করা হয়েছিল৷ তাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল৷ তার মধ্যে যেমন রয়েছে রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত হাবড়ার তরুণী৷ অন্য একজন হলেন বালিগঞ্জের লন্ডন ফেরত তরুনের বাবা৷ তবে তিন জনেরই ফের পরীক্ষা করা হবে৷ তারপরেই চিকিৎসকরা সরকারিভাবে জানাবেন তাঁরা করোনা আক্রান্ত কিনা ৷ তবে বালিগঞ্জের যুবকের শরীরে এখনও করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে বলে জানা গিয়েছে৷
দেশ জুড়ে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ সারা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা ২৫৷ ভারতে ৬০ জনের বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে৷