চিকিৎসকরা ভগবান, আজ দেখলান! আড়াল ভেঙে করোনামুক্ত হাবড়ার মনামী

চিকিৎসকরা ভগবান, আজ দেখলান! আড়াল ভেঙে করোনামুক্ত হাবড়ার মনামী

fa604636fee2991539db8cf363308b31

বারাসত: দীর্ঘ চিকিৎসার ধকল নিয়ে অবশেষে সুস্থ হয়ে নিজের ঘরে ফিরলেন করোনা আক্রান্ত স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণী৷ মঙ্গলবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ করোনামুক্ত হয়ে নিজের ঘরে ফিরতেই তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানান প্রতিবেশীরা৷ ঘরের মেয়েকে বাড়িতে ফিরে পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছেন পরিবারের অন্য সদস্যরাও৷

কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পর কেমন ছিল সেই লড়াই? ঠিক কীভাবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন? নিজের মুখেই জানিয়েছেন করোনা আক্রান্ত হাবড়ার ওই তরুণী৷ নিজের নাম পরিচয় প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাবড়ার ওই তরুণী মনামী বিশ্বাস বলেন, ‘‘আমি ১৯ মার্চ ফিরেছিলাম৷ ওদিন একটু জ্বর ছিল আমার৷ তারপর সোজা আমি বেলেঘাটা আইডি হসপিটাল চলে যায়৷ কারণ, আমার বাড়িতে ভাই রয়েছে৷ সে অসুস্থ৷ আমার কারণে অন্য কেউ যাতে অসুস্থতা না হয়, তানিশ্চিত করতে আমি প্রথমে হাসপাতালে ছুটে যাই৷ আমি তারপর সেখানে গিয়ে পরীক্ষা করায়৷’’

মনামীর আরও মন্তব্য, ‘‘আমি যখন মুম্বই বিমানবন্দরে নামি, তখন আমার জ্বর ছিল৷  মুম্বই বিমানবন্দর থেকে আমাকে বাড়িতে থাকার জন্যই পরামর্শ দিয়েছিল৷ আমি কলকাতা বিমানবন্দরে নিজেই বলেছিলাম,  জ্বরের কথা৷ তখন ওঁরা আমাকে বলেন, টেস্ট করিয়ে নিতে৷ আমি তারপর তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা করায়৷ ওইদিন আমার পরীক্ষা করা যায়নি৷ তারপর আমাকে ভর্তি হতে বলেছিল৷ রাতে রিপোর্ট এসেছিল, পজেটিভ৷’’

চিকিৎসা ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন মনামী৷ তাঁর মন্তব্য, ‘‘আমি শুনেছি চিকিৎসক মানে ভগবান৷ আমি নিজের চোখে সেটা দেখলাম আজ৷ চিকিৎসকরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন৷ সাংঘাতিক কাজ করেছেন৷ স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসকরা প্রত্যেকদিন আমাদের উৎসাহিত করতেন৷ তাঁরা বারবার বলেছেন, আতঙ্কিত না হওয়ার জন্য৷ আমার মনে হয় স্কটল্যান্ড থেকে পশ্চিমবঙ্গের সচেতনতা অনেক  বেশি৷ রাজ্য সরকারের উদ্যোগ প্রশংসনীয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *