করোনার থেকেও ভয়ংকর খিদের জ্বালা! বিধি উড়িয়ে রেশন লাইনে বাংলা

করোনার থেকেও ভয়ংকর খিদের জ্বালা! বিধি উড়িয়ে রেশন লাইনে বাংলা

কলকাতা: বাংলাজুড়ে ২০ হাজার রেশন দোকানের মাধ্যমে প্রায় ৮ কোটি গ্রাহককে বিনামূল্যে রেশন বিলির কাজ শুরু করল রাজ্য সরকার৷ ফ্রিতে মিলছে চাল ও গম৷ তবে, রেশন তুলতে গ্রাহকদের ভিড় করোনা বিড়ম্বনা আরও বাড়িয়ে তুলেছে৷ রেশন তুলতে গিয়েও গ্রাহকরা যাতে সামাজিক দূরত্ব মেনে চলেন, তার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে রাজ্য সরকার৷ শুধুমাত্র বিজ্ঞাপন নিয়েই কি সমস্যা মিটবে? উঠছে প্রশ্ন৷

বুধবার থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত জেলা ও শহরের রেশন দোকানের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে৷ ভিড় নিয়ন্ত্রণে অনেক মাঠে নামতে হয়েছে পুলিশকে৷ কিন্তু, করোনা বিপত্তির মধ্যেও রেশন দোকানে জনতার ভিড়, সংক্রমণ বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে৷

রেশন দেকাল খুলতেই দিকে দিকে অশান্তির খবর মিলছে৷ এক মাসের বরাদ্দ পণ্য কম দেওয়ারও অভিযোগ উঠছে বিভিন্ন এলাকা থেকে৷ হাওড়ার বালির কিছু পঞ্চায়েতে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুরুলিয়াতেও বিক্ষোভ স্থানীয়দের৷

পরিস্থিতি বেগতিক দেখে মাঠে নামতে বাধ্য হয়েছে খাদ্য দপ্তর৷ জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ান৷ পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্ৰী মজুত আছে৷ ফলে, তাড়াহুড়ো করার রেশন তোলার প্রয়োজন নেই৷ কিন্তু, জনতার পেটে যে খিদের জ্বালা৷ কে শুনবে কার কথা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *