বাংলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই ‘পাস’, ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাংলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই ‘পাস’, ঘোষণা শিক্ষামন্ত্রীর

 

কলকাতা: সিবিএসই বোর্ডের দেখানো পথে এবার হাঁটল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর৷ এবছর কোনও পড়ুয়াকে আর ক্লাসে আটকানো যাবে না বলে ঘোষণা করা হয়েছে৷ নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাসের ভাবনাচিন্তা শুরু হয়েছে শিক্ষা দপ্তরের তরফে৷ একই সঙ্গে অষ্টম শ্রেণি পর্যন্ত এবার রাজ্যের সমস্ত পড়ুয়াকে পাস করিয়ে দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

করোনা অবাহে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবছরে  অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়াকে একই ক্লাসে আর আটকে রাখা যাবে না৷ অর্থাৎ ফেল করানো যাবে না৷ অষ্টম শ্রেণি পর্যন্ত এবছর যারা যা ক্লাসে আছে, তারা পরবর্তী ক্লাসের জন্য উত্তীর্ণ হয়ে যাবে৷ গতকাল একই নির্দেশ জারি করেছে সিবিএসই বোর্ড৷ সেখানেও জানানো হয়েছে, অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়া উত্তীর্ণ হতে যাবে৷ এই মর্মে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের চিঠি আর্জি বিবেচনা করে এই ঘোষণা করে সিবিএসই৷ এবার সিবিএসইর পথেই নয়া সিদ্ধান্তের ঘোষণা রাজ্য সরকারের৷

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবছর অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পাস করিয়ে দেওয়া হবে৷ একজনকেও ক্লাসে রাখা যাবে না৷ রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মর্মে ঘোষণা করেছেন৷  শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর৷

তবে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্রের পঠন-পাঠন ব্যাহত হচ্ছে স্কুল বন্ধ থাকায়৷ স্কুল বন্ধ থাকলেও কীভাবে পঠন-পাঠন করা যাতে পারে, তা নিয়ে জটিলতা চলছিল৷ সেই জটিলতাও কাটাতে অনলাইন কিংবা  অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পাঠান করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷ কেননা লকডাউনের  ভবিষ্যৎ এখনও অনিশ্চিত৷ লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ আর এই পরিস্থিতিতে পঠন-পাঠন যাতে চালু রাখা যায়, তার জন্য প্রযুক্তি ব্যবহারের ভাবনাও শুরু হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *