‘মোদির দাড়ি পুড়িয়ে দিলে কেমন হয়?’ সাহিত্যিক কন্যার বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

‘মোদির দাড়ি পুড়িয়ে দিলে কেমন হয়?’ সাহিত্যিক কন্যার বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

কলকাতা: করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আজ রাতে বাড়ির আলো নিভিয়ে বাতি জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর সেই আর্জির জোনার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষমূলক পোস্ট করার দায়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনার বিরুদ্ধে থানায় অভিযোগ বঙ্গ বিজেপির৷ লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে ইমেল পাঠিয়ে অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব মোর্চা নেতা সৌরভ শিকদারের৷

ন’মিনিট বাতি জ্বালানোর আহ্বানকে কটাক্ষ করে ফেইসবুকে এক পোস্ট করেন দেবলীনা৷ লেখেন, ‘‘আমার মা বললেন, ‘‘মোমবাতি জ্বালিয়ে মোদির দাড়িগুলো পুড়িয়ে দিলে কেমন হয়??’’ যদিও ওই পোস্টে কোনও ব্যক্তি বা প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেনিন তিনি৷ সাহিত্যিক কন্যার এই কটাক্ষমূলক পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ‘হিংসায় প্ররোচনা’ দেওয়ার অভিযোগ ওঠে৷ মোদির বিরুদ্ধে কটাক্ষ? প্রতিবাদ জানিয়ে মাত্রা ছাড়ান নেটপাড়ার বাসিন্দারা৷ চরম অশালীন আক্রমণের মুখে পড়েন তিনি৷ গালাগালি থেকে শুরু করে যৌনগন্ধী মন্তব্য উড়ে আসে দেবলীনাকে লক্ষ্য করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে পোস্টটি সরিয়ে ফেলেন তিনি৷ কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷

ভাইরাল পোস্ট

সাহিত্যিক কন্যার বিরুদ্ধে ‘হিংসায় প্ররোচনা’ দেওয়ার অভিযোগ তোলে বিজেপির যুব মোর্চা৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলা হয়৷ যা নাকি মোদির জন্য মানহানিকর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =