করোনার হিসাব কষতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন নবান্নের

করোনার হিসাব কষতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন নবান্নের

কলকাতা:  রাজ্যে করোনা মৃত্যু নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করল নবান্ন। রাজ্যে এবার থেকে রাজ্য করোনা আক্রান্ত কোন রোগীর মৃত্যু হলে এই বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত করবে করোনার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে।

এরাজ্যে এখনো পর্যন্ত ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কিন্তু রাজ্য সরকারের মতে যেহেতু মৃতদের মধ্যে চারজন করোনা আক্রান্ত আগে থেকেই নানা জটিল অসুখ ( প্রো মরবিডিটি) তে ভুগছিলেন তাই করোনা সংক্রমণের কারণেই তাদের মৃত্যু হয়েছে তা বলা যাবে না। সেকারণে রাজ্য সরকারের হিসাবে এখনো পর্যন্ত রাজ্যে করোনা মৃত্যুর হার ৪ জনই দেখানো হচ্ছে। রাজ্য সরকারের দাবি করোনায় মৃতদের তথ্য নিয়ে যাতে কোনরকম বিভ্রান্তি না হয় তা নিশ্চিত করতেই পাঁচ বিশিষ্ট চিকিৎসককে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য দুবছর আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণের সময় রাজ্য সরকার একই ধরণের এক কমিটি গঠন করেছিল। যা নিয়ে অবশ্য বিতর্ক বাঁধে।রাজ্য সরকার ডেঙ্গু মৃত্যুর সংখ্যা কম করে দেখাতে ' অজানা জ্বরের' তত্ত্ব সামনে নিয়ে এসেছিল বলে বিরোধীদের অভিযোগ। এবারে করোনা মহামারী নিয়েও সরকার সেই পথেই হাঁটতে চাইছে বলে তারা অভিযোগ করেছেন।

স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন করোনা আক্রান্তের মৃত্যু হলে এখন থেকে তার রোগের ইতিহাস,শারীরিক পরীক্ষার যাবতীয় রিপোর্ট, চিকিৎসার বিবরণী থেকে শুরু করে মৃত্যুর সংশপত্র পর্যন্ত  সমস্ত নথি ওই বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠাতে হবে।তারা সব খতিয়ে দেখে চূড়ান্ত ভাবে জানাবেন সংশ্লিষ্ট ব্যাক্তির মৃত্যু করোনা সংক্রমনের জন্যই হয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =