১৩০ কোটি জনতার দীপে ভারত জ্বালাল নতুন আলো! কাসর, ঘণ্টা, বাজি ফাটিয়ে বঙ্গে উৎসব!

১৩০ কোটি জনতার দীপে ভারত জ্বালাল নতুন আলো! কাসর, ঘণ্টা, বাজি ফাটিয়ে বঙ্গে উৎসব!

cc7a91f4b817cc71bc41981ca68942fc

নয়াদিল্লি: এত যেন অশুভ করোনার বিরুদ্ধে দীপাবলি! রাত ন’টায় বাজতেই লিভে গেল গোটা দেশের আলো৷ নিভে গেল রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্য ভবনের আলো৷ রাষ্ট্রপতি, রাজ্যপাল থেকে শুরু করে দেশের জনতা সামিল হলেন আলোর জ্বানালো করোনা বিরোধী উৎসবে৷ বাড়ির বারান্দা থেকে ছাদ, জ্বলল প্রদীপ, বাতি, টর্চ৷ করোনার বিরুদ্ধে ঐক্যের আলোক শপথ নিলেন দেশের ১৩০ কোটি জনতা৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দেয় গোটা দেশ৷ ৯টা বাজতেই নিভে যায় বাড়ির আলো৷ অন্ধকার বারান্দা, ছাদে জ্বলে উঠল একের পর এক প্রদীপ, মোমবাতি৷ জ্বলল মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট৷ আর শহর কলকাতার অতিউৎসাহী জনতার অকাংশ বাজি ফাটিয়ে করলেন উচ্ছ্বাস৷ কাসর, ঘণ্টা, উলুধ্বনি দিয়েও বঙ্গে পালিত ‘দীপ জ্বালো’৷

করোনার অন্ধকা মুক্তি করতে জাতীয় সংহতির ডাক দেন মোদি৷ করোনা রুখতে মোদির আলোর দাওয়াই বিরোধীদের একাংশের মধ্যে শুরু হয় সমালোচনা৷ কিন্তু, সেই সমস্ত অতিক্রম করে দলমত নির্বিশেষে আলো জ্বালতে শামিল হলেন আপামর ভারতবাসী৷ আলো নিভিজে নতুন করে জ্বলানোর জন্য পাওয়ার গ্রিডের উপর আচমকা অতিরিক্ত চাপ পড়ার সেই আশঙ্কাও উড়ে গেল দেশের জনতার উৎসাহে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *