চা বাগান খুলতে কেন্দ্রের গাইডলাইনে ‘না’ মুখ্যমন্ত্রীর

চা বাগান খুলতে কেন্দ্রের গাইডলাইনে ‘না’ মুখ্যমন্ত্রীর

1acbfdb259752683c3cddde0b9a67d11

কলকাতা: নভেল করোনা ভাইরাস নিয়ে চলা লকডাউন এর মধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যের চা বাগানগুলি খুলে স্বাভাবিক কাজকর্ম করার অনুমতি দিয়েছে। কিন্তু বাগিচা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তাতে রাজি নন মমতা। বিশেষ করে চা শহর দার্জিলিং লাগোয়া কালিম্পং রাজ্যের অন্যতম করোনা হটস্পট হওয়ায় এই অনুমতি দেওয়া হয়নি৷

এদিন নবান্নে মুক্যমন্ত্রী বলেন,‘কেন্দ্রের গাইডলাইন বলছে চা বাগান খুলে দিতে।রাজ্য সরকার এখনই বাগান চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। চা বাগানের কর্মীরা ভয় পাচ্ছেন।আজই চা বাগান খোলা হচ্ছে না।’ কালিম্পং এ একই পরিবারের ১১ জন করনায় আক্রান্ত হওয়ার জেরে এবং উত্তরবঙ্গের জেলাগুলি আসাম ,নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় রোগ সংক্রমনের বেশ কিছুটা ঝুঁকি থাকায় চা বাগান গুলি এখনই না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *