বাংলায় করোনা আক্রান্ত ১১টি পরিবারের ৬১ জন, তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বাংলায় করোনা আক্রান্ত ১১টি পরিবারের ৬১ জন, তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

0519e8b73c5c39b4098615cc521bc367

কলকাতা: চোখ রাঙাচ্ছে বাংলা৷ এই পরিস্থিতিতে কেমন আছে বাংলা? নবান্নে সাংবাদিক বৈঠক করে করোনা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ মুখ্যমন্ত্রী বলেন,‘‘গতকাল আমরা আপনাদের বলেছিলাম, গতকাল পর্যন্ত পজেটিভ কেস ছিল ৬৯। আজ আরও দু’টো বেড়েছে৷ মোট হয়েছে ৭১৷ মোট ৭১ জনের মধ্যে ৬১ জন রয়েছেন ১১টা পরিবার থেকে৷ ৭১টি কিসের মধ্যে ৬১টি হচ্ছে ১১টি পরিবার থেকে৷ ১১টি পরিবারের মধ্যে থেকে ৬১জন, গড়ে যদি আপনি ধরেন, প্রায় ছয় জন করে একটা পরিবার থেকে এসেছে৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা ভালো খবর আছে৷ ৩০ জন চিকিৎসক ৫ জন নার্স, ৪ জন টেকনিশিয়ান, তাঁদের টেস্ট করানো হয়েছিল৷ তারা প্রত্যেকেই নেগেটিভ হয়েছেন৷ এটা একটা সুসংবাদ৷ তাঁরা ভালো থাকুক৷ আমাদের একটা চিন্তা থেকে গেছিল৷ এতগুলি ডাক্তার, নার্স, এতগুলি টেকনিশিয়ান স্টাফ যদি হয়ে যায়, তাহলে কী হবে? যাক, তাঁরা সবাই নেগেটিভ হয়েছেন৷ আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি৷ সুস্থ থাকুন৷ ভালো থাকুন৷ আপনারা সমাজের কাজ করুন৷ আপনাদের সকলকে ধন্যবাদ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *