আরও বাড়ল আদালত বন্ধ থাকার মেয়াদ, হাইকোর্টে বসছে ৫ দিনের বিশেষ বেঞ্চ

আরও বাড়ল আদালত বন্ধ থাকার মেয়াদ, হাইকোর্টে বসছে ৫ দিনের বিশেষ বেঞ্চ

1b33139b31575594296637486f69ab44

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতে৷ করোনা রুখতে ইতিমধ্যেই ২১ দিনে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ জল্পনা চলছে সেই লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে৷ লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না তা নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা না থাকলেও আরও একদফায় রাজ্যের সমস্ত আদালত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে৷

করোনা পরিস্থিতির জেরে ইতিমধ্যেই বাংলার সমস্ত আদালতের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছে জরুরি ভিত্তিতে মামলার শুনানি পর্ব৷ জেলার আদালতগুলিতেও ব্যাহত বিচার প্রক্রিয়া৷ লকডাউনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্ট সহ বাংলা আদালত বন্ধ থাকার বন্ধ থাকার সময়সীমা বাড়ানো হয়েছে৷ তবে বন্ধ থাকার সময়সীমা বাড়ানো হলেও বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আগামী ৫ দিন বিশেষ বেঞ্চ বসানোর সিদ্ধান্ত হয়েছে৷ আগামী ১৬ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল বিশেষ বেঞ্চ বসানোর কথা জানানো হয়েছে৷ মামলার গুরুত্ব বুঝে শুনানির করা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে৷

কিন্তু দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ার আগেই আদালত বন্ধ থাকার মেয়াদ বৃদ্ধি হওয়া ইতিমধ্যেই আইনজীবী মহলে শোরগোল পড়ে গিয়েছে৷ আদালত বন্ধ থাকায় উপার্জনে প্রভাব পড়েছে আইনজীবী থেকে শুরু করে আদালত চত্বরে বিভিন্ন কাজে যুক্ত থাকা বহু কর্মীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *