বাংলায় আরও বাড়ল লকডাউন, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় আরও বাড়ল লকডাউন, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আরও এক দফায় লকডাউন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ জানান, করোনা মোকাবিলায় বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে৷  আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ানো হচ্ছে৷ ইতিমধ্যেই কেন্দ্র সরকার এই মর্মে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বৈঠকে অংশ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সুর মিলিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সূত্রের খবর, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করছেন পাঞ্জাব ও রাজস্থানের মুখ্যমন্ত্রী৷

বিস্তারিত আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =