করোনায় বেতন কাটার সুপারিশ! ‘তৃণমূল’ নেতার নামে থানায় নালিশ তৃণমূল শিক্ষক সংগঠনের

করোনায় বেতন কাটার সুপারিশ! ‘তৃণমূল’ নেতার নামে থানায় নালিশ তৃণমূল শিক্ষক সংগঠনের

609fbc0b9e8cb13f97f88cb26ebae4d6

 

কলকাতা: তৃণমূলের নাম ব্যবহার করে সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অভিযোগ এনে ‘তৃণমূলের শিক্ষক সেলের আহ্বায়ক’ জয়দেব গিরি বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির৷ আজ জয়দেব গিরির বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অশোক রুদ্র৷ গোটা ঘটনার পিছনে শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র গন্ধ পাচ্ছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ও বিজেপি টিচার্স সেল৷ 

আজ সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক অশোক রুদ্র, জয়দেব গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার বিষয়ে একটি ছবি পোস্ট করেন৷ সেখানে সমিতির জেনারেল সেক্রেটারি নৃপেন্দ্র সরকারের সিল-প্যাড-সহ একটি বয়ান উল্লেখ করা হয়েছে৷ দমদম থানায় অভিযোগ জানানো দাবি জানিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে, ‘তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের নামে বেআইনিভাবে একটি সংগঠন চলছে৷ বিনা অনুমতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ঠিকানা ব্যবহার করা হয়েছে৷ গত ৩ মার্চ তারিখে জনৈক ব্যক্তি নিজেকে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের কনভেনার দাবি করে ও কলকাতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল অনুমোদন দেওয়ার বিষয়ে শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে বেতন কেটে নেওয়ার জন্য দাবি সোশ্যাল মিডিয়ায় দাবি জানিয়ে শিক্ষকদের প্রভাবিত ও বিভ্রান্ত করার চেষ্টা করেছেন৷ আমাদের রাজ্য সভাপতি অশোক রুদ্র ও তৃণমূল কংগ্রেসের মহাসচিবের নির্দেশে এই অভিযোগ৷’ ওই ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেও সাফ উল্লেখ করেছে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন৷

f43c0976285e6d853acaa70ecfdcb5f0
ফেসবুকে জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক অশোক রুদ্র

যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি৷ অন্যদিকে অভিযুক্ত জয়দেব গিরি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই দল করেন৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে তিনি আলাপ-আলোচনা করেছেন৷ বলেন, ‘‘দলের একাংশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ জানিয়েছি বলেই কি আমার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হল? আমি এই নিয়ে আর বিতর্ক বাড়াতে চাইছি না৷ দল যদি বলে আমাকে আর রাখবে না, আমি মাথা পেত নেব৷’’

bdc69fcf43ffa04550252380e3ca5288
অভিযোগ

সম্প্রতি ‘তৃণমূলের শিক্ষক সেলে’র আহ্বায়ক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে জয়দেব গিরি জানিয়েছিলেন, মানবিকতার খাতিরে করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অনুযায়ী ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হোক৷ তাতে উপকৃত হবে সরকার৷ মহামারীর দিনে সরকারের পাশে থাকার বার্তাও দেন তিনি৷ ওই সংক্রান্ত দাবি কর্মচারী মহলে বিতর্ক তৈরি করে৷ পর তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে থানায় অভিযোগ দায়ের করার দাবি জানানো হয়৷ গোটা ঘটনায় শাসকদলের গোষ্ঠী কোন্দল মনে করছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি৷ 

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমণের অতিমারী মোকাবিলায় ত্রাণ তহবিলে দান ও বেতন কেটে নেওয়া সংক্রান্ত তৃনমুল শিক্ষা সেলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এল৷ যাতে শিক্ষক তথা কর্মচারী মহল উদ্বিগ্ন ও আতঙ্কিত৷ সমস্যা সমাধানে অনলাইনের পাশাপাশি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন ও মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দিয়ে বিবৃতি দেওয়ার দাবি রাখছি আমরা৷’’

বিজেপি টিচার্স সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন, ‘‘গত ৩ এপ্রিল জয়দেব বাবু লিখিত ভাবে করোনা মোকাবিলায় সরকারি কর্মচারীদের সহযোগিতা করার জন্য আবেদন করেছেন৷ অথচ আজ এক সপ্তাহ পর এই ব্যাপারে তৃণমূল শিক্ষক সংগঠনের আর একটি গ্রুপ মুখ খুলছে৷ এটা হাস্যকর ব্যাপার৷ তৃণমূল কংগ্রেসের উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত ছাড়া এই ধরনের আবেদন জয়দেববাবু কখনও করতে পারতেন না৷ এই ধরনের আবেদনে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজ ও সরকারি কর্মচারীবৃন্দ যখন ধিক্কার জানাচ্ছেন, তখন তৃণমূল নিজেদের মুখ রক্ষা করার জন্য নিজেদের অন্য একটি গোষ্ঠীকে দিয়ে ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করছেন৷ জয়দেববাবু দলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হলেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *