এবার সমুদ্রেও লকডাউন! টানা ৬১ দিন নিষেধাজ্ঞা রাজ্যের

এবার সমুদ্রেও লকডাউন! টানা ৬১ দিন নিষেধাজ্ঞা রাজ্যের

412aedfc4c2b01180a840fecd57fa782

কলকাতা: করোনায় জেরবার বাংলা৷ করোনা রুখতে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন৷ লকডাউনের জেরে টান পড়েছে জীবিকায়৷ এবার করোনার পর রাজ্যের সর্বত্র মাছ ধরার উপর ৬১ দিনের ‘লকডাউন’ শুরু হচ্ছে৷ ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর৷ করোনায় লকডাউনের পর সমুদ্রে নতুন করে বিধিনিষেধ জারি হতেই মাথায় হাত মৎস্যজীবীদের৷

দেশজুড়ে চলা লকডাউনের জেরে বিরাট আর্থিক সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা৷ আগামী ৩ মে পর্যন্ত লকডাউন আরও বেড়ে গিয়েছে৷ তার মধ্যে পশ্চিমবঙ্গের জলসীমানার ১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকার মধ্যে মাছ ধরার উপর বিধি নিষেধ জারি হওয়ায় কার্যত মাথায় হাত মৎস্যজীবীদের৷

যদিও মৎস্য দফতর সূত্রে জানানো খবর, মাছ সংরক্ষণ আইন অনুসারে এই বিধিনিষেধ জারি করা হয়েছে৷ কেননা, প্রতি বছরই এমন বিধিনিষেধ জারি করা হয়৷ কেননা, এই এই সময়ে সামুদ্রিক মাছ ডিম পাড়ে৷ বর্ষায় তা বেড়ে ওঠে৷ সমুদ্রে ছোট মাছের সার্বিক বৃদ্ধি ও জোগানের ভারসাম্য ঠিকঠাক রাখাতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে৷ এক দিকে লকডাউন, অন্যদিকে টানা ৬১ দিনের ‘সুখা মরসুম’, জোড়া বিধিনিষিধে জেরবার মৎস্যজীবী পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *