এই ৩টি কৌশলে রাজ্যকে করোনা মুক্ত করার চেষ্টা রাজ্যের

এই ৩টি কৌশলে রাজ্যকে করোনা মুক্ত করার চেষ্টা রাজ্যের

কলকাতা: করোনায় রাজ্যের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে৷ করোনা মোকাবিলা করতে ছিঁড়ে ফেলতে হবে৷ আর তার জন্য দরকার প্রচুর পরিমাণে টেস্ট৷ আর প্রয়োজন সংক্রমিত ব্যক্তি ও এলাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই সংক্রমণের সুতোটাকেই ছিঁড়ে ফেলতে হবে৷ এই লক্ষ্য নিয়ে স্বাস্থ্য দপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷

করোনা নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, তার একটি বিবৃতি প্রকাশ করেছে৷ রাজ্য সরকার বেশ কিছু নির্দেশিকা সমস্ত শীর্ষস্থানীয় স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছে৷ ওই নির্দেশিকাতে জানানো হয়েছে, হটস্পট এলাকাগুলিতে কীভাবে কাজ করতে হবে৷ স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, রাজ্যের কোন কোন এলাকাগুলি হাই রিস্কে রয়েছে৷ ওই এলাকাগুলিতে নজরদারি অনেকটা বাড়ানো হবে৷  দ্রুত প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ মূল লক্ষ্য সংক্রমণের শৃঙ্খলটা দ্রুত ভাঙতে হবে৷ স্বাস্থ্য বিভাগের প্রতিটি স্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

সংক্রমণ শিকল ছিঁড়ে ফেলতে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা তিনটে ভাগে ভাগ করা হয়েছে৷
এক. সংক্রমিত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে ফেলা
দুই. সংক্রমণের শৃঙ্খলটা ভেঙে দেওয়া দেওয়া
তিন. ভাইরাসটির ছড়িয়ে পড়া রুখে নেওয়া

স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার লেখা হয়েছে যে, এই রোগের সংক্রমণ রোখার যে কৌশল, তা বহুমুখী৷ অর্থাৎ শুধু স্বাস্থ্য দপ্তর নয়,  বেশ কয়েকটি দপ্তরকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, অন্য দপ্তরের সাহায্য ছাড়া সাফল্য সম্ভব নয়৷ এই মুহূর্তে করোনা ভাইরাসকে রোখা প্রধান কাজ৷ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা এই চিঠি তথা নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। সংক্রমণ যে সব এলাকায় বেশি ছড়িয়েছে, সেই ‘হাই রিস্ক স্পটগুলি’তে এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =