সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি, বিতর্কিত পোস্ট মুছে মামলা পুলিশের

সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি, বিতর্কিত পোস্ট মুছে মামলা পুলিশের

আসানসোল: করোনা থেকেও বিপজ্জনক ভাবে ছড়াচ্ছে গুজব৷ আর এই গুজব রুখতে তৎপর পুলিশ৷ বিশেষ টিম গড়ে আসানসোল দুর্গাপুরে কমিশনারেট শুরু করেছে সোশ্যাল সাইটে কড়া নদরদারি৷ ‘সাইবার পেট্রলিং টিমে’র মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট করা করোনা সংক্রান্ত সমস্ত তথ্য কড়া নজর রাখছে পুলিশ৷ বিতর্কিত বা ভুয়ো পোস্ট করলেই সংশ্লিষ্ট ব্যক্তির পোস্ট মুছে দিচ্ছে পুলিশের বিশেষ দল৷

জানা গিয়েছে, করোনা সংক্রান্ত বহু পোস্ট ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে৷ তবে, বিতর্কিত পোস্ট ডিলিট করাই নয়, করা হচ্ছে সতর্ক৷ নিয়ন্ত্রণের বাইরে গেলে দায়ের করা হচ্ছে মামলা৷ এখনও পর্যন্ত ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে খবর৷ দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ সাইবার পেট্রলিং টিম সর্বক্ষণ সোশ্যাল সাইটে ভুয়ো পোস্টের উপর নজর রাখছে বলে জানা গিয়েছে৷

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যতম যোগযোগ মাধ্যম৷ করোনা মহামারী নিয়ে ভুয়ো খবর, গুজব চলছেই৷ মহামারীর আবহে করোনা সংক্রান্ত গুজব অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে৷ সোশ্যাল সাইটে গুজব সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন৷ গুজব যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে ও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷ ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সোশ্যাল সাইটে নজর রেখেছেন পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =