কলকাতা: করোনা রুখতে চলছে লকডাউন৷ গৃহবন্দি জীবন৷ কিন্তু, ঘরে থেকেও সময় কাটানোর ব্যবস্থা খুঁজে পেয়েছে ডিজিটাল বাঙালি৷ লকডাউন আবহে অনলাইনে চলছে ছক্কা-পুট৷ লুডোয় মজেছে বাঙালি৷ লকডাউন পর্বে অলনাইনে অন্তত পক্ষে ২৫০টি ফ্রি গেম নিয়ে হাজির হয়েছে আজ বিকেল ডট কম৷ https://www.gamezop.com/?id=LuJkRkCIe এই লিঙ্কে ক্লিক করলেই নামমাত্র ডেটা খরচে অনলাইনে খেলার সুযোগ পাওয়া যাবে৷
কেননা, লকডাউন পর্বে সময় কাটাতে লুডোর কিংবা অনলাইন গেমের কোনও বিকল্প নেই৷ বেশিরভাগ বাড়িতে এখন কাগজের সেই লুডোর বোর্ড দেখা মেলে না৷ ফলে, তাই বলে কি আর খেলা বন্ধ থাকে? অ্যাপ ডাউনলোড করে চলছে লুডো খেলা৷ কিন্তু, https://www.gamezop.com/?id=LuJkRkCIe এই লিঙ্কে ক্লিক করে লুডো কিংবা অন্য গেমের জন্য কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না৷ নামমাত্র ডেটা খরচে ২৫০টি অনলাইন গেম পাওয়া যাবে৷ তাও আবার ফ্রিতে৷ লকডাউনের অবসর যাপনে নেটিজেনদের একটা বড় অংশ এখন অনলাইন গেমে মেতে উঠেছেন৷ https://www.gamezop.com/?id=LuJkRkCIe এই লিঙ্কে ক্লিক করে আপনিও সেই সুযোগ নিতে পারেন৷ কেননা, দীর্ঘদিন ধরে বাঙালির সবচেয়ে প্রিয় ইন্ডোর গেম৷ লকডাউনের মধ্যে সেই ইন্ডোর গেম ফিরে এসেছে অন্যরূপে, ডিজিটাল৷
তবে, ভুল করেও যেমন তেমন অ্যাপ ডাউনলোড করে অনলাইন গেমে অংশ নেবেন না৷ তাতে ‘ফিশিং’য়ের শিকার হওয়া সম্ভবনা থাকছে৷ অনলাইন জুয়ার খপ্পরে পড়তে পারেন৷ ফলে, নিরাপদে অনলাইন গেমে অংশ নিতে কোনও অ্যাপ ডাউনলোড না করে, নামমাত্র ডেটা খরচ করে এই https://www.gamezop.com/?id=LuJkRkCIe লিঙ্ক থেকে অনলাইন গেম চালিয়ে যেতে পারেন৷