চুলে বাসা বাঁধে করোনা! আতঙ্কে মস্তক মুন্ডনের হিড়িক বাংলায়

চুলে বাসা বাঁধে করোনা! আতঙ্কে মস্তক মুন্ডনের হিড়িক বাংলায়

উলুবেড়িয়া: একদিনে যখন লাফিয়ে বাড়ছে করোনা, ঠিক তখনই গুজবের ঠেলায় জেরবার জনতা৷ করোনার থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে গুজব, পাল্টা দিয়ে বাড়ছে ভুয়ো খবর৷ করোনা সংক্রমণ সংক্রান্ত গুজবের জেরে মস্তক মুণ্ডনকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন এলাকা৷

এলাকায় গুজব ছড়িয়েছে, বাতাসে করোনা ছড়িয়ে পড়েছে৷ তা মাথার চুলে বাসা বাঁধতে পারে৷ মূলত এই গুজবে আতঙ্কে উলুবেড়িয়ার বিভিন্ন গ্রাম৷ গুজবের ঠালায় গণহারে মস্তক মুণ্ডন শুরু হয়েছে উলুবেড়িয়ার সিজবেড়িয়া এলাকায়৷ গত কয়েকদিন ধরে এই মস্তক মুণ্ডন করার কাজ চলছে৷ মস্তক মুণ্ডনে নাপিতের সাহায্য না নিয়ে নিজে হাতে চলছে কেরামতি৷ প্রয়োজনে পরস্পর পরস্পরকে আবার সহযোগিতা করছেন মস্তক মুণ্ডনের কাজে৷

করোনা ভাইরাস বাতাসে ছড়ায়৷ মানুষের মাথার চুলে তা আশ্রয় নিচ্ছে৷ সোশাল মিডিয়ায় এমনই গুজব রটে৷ আর সেই কারণে মস্তক মুন্ডনের হিড়িক পড়ে যায় গ্রামে৷ তবে, গুজবের জেরে মস্তক মুন্ডনের হিড়িক পড়ে গেলেও এখনও প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ গুজব রুখতে কেন্দ্র-রাজ্য যখন কড়া ব্যবস্থা নিচ্ছে, তখন এই ধরনের ঘটনা ঘিরে উঠছে নানান প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *