চোখ রাঙাচ্ছে অসুর করোনা, কীভাবে হবে এবারের দুর্গোৎসব?

চোখ রাঙাচ্ছে অসুর করোনা, কীভাবে হবে এবারের দুর্গোৎসব?

কলকাতা: বাঙালির আবেগ জুড়ে রয়েছে দুর্গাপুজো৷ ৫টা দিনের আনন্দে মামতে গোটা বছরের অপেক্ষা থাকে গোটা বাংলা৷ কিন্তু, এবছর চোখ রাঙাচ্ছে করোনা৷ কী হবে দুর্গাপুজো? অজানা ভবিষ্যতের মেঘে ঢাকা পড়তে চলেছে এবারের পুজোর আয়োজনে৷ করোনা অসুরকে পরাজিত করে মা দুগ্গা কীভাবে আসছেন বাংলায়? এখন থেকেই শুরু হয়েছে দুশ্চিন্তা৷ চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তা থেকে বিভিন্ন শিল্পী ও কারিগররাও৷

রথের পর থেকেই পুজোর জাঁকজমকের প্রচেষ্টা শুরু হয়৷ কিন্তু, এবার সব এলোমেলো করে দিয়েছে করোনা৷ করোনা যুদ্ধে কাটিয়ে কীভাবে আয়োজন হবে? কতটা কমবে বাজেট? শুরু হয়েছে চিন্তা৷ ইতিমধ্যেই একাধিক পুজো কমিটি বিকল্প ভাবতে শুরু করেছেন৷ করোনা পরবর্তী পরিস্থিতি দেখে পুজোর বাজেটে কাটছাঁট অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে৷ নির্দ্বিধায় অনেকেই মনে করছেন, এবারের দুর্গোৎসব জৌলুস হারাতে চলেছে৷ ফলে, পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন শিল্পী থেকে শুরু করে করিগরদের রোজগারে বড়সড় প্রভাব পড়তে চলেছে৷

কলকাতার বেশিরভাগ পুজো স্পনসর নির্ভর৷ লকডাউনের জেরে শিল্পক্ষেত্রক্ষতির সম্মুখীন৷ ফলে এবার স্পনসর পেতে সমস্যা হতে পারে বলে ধরে নিয়েই বাজেট নিয়ে আগাম চিন্তাভাবনা শুরু করেছে পুজো কমিটিগুলি৷ ইতিমধ্যেই বেশি কয়েকটি পুজো কমিটি মণ্ডপসজ্জা থেকে প্রতিমাশিল্পী, আলোকসজ্জায় বাজেট কমানোর পথে হাঁটতে চলেছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *