রেশন বণ্টনে কেন এত বেনিয়ম? চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মন্ত্রীকে ধমক!

রেশন বণ্টনে কেন এত বেনিয়ম? চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মন্ত্রীকে ধমক!

কলকাতা: করোনা মোকাবিলায় বেশ কিছু ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত৷ কিন্তু সেই রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অনিয়মের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সূত্রের খবর, আজ নবান্নে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে খাদ্যমন্ত্রীকে ভর্ৎসবা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে খাদ্য দপ্তরের সচিবকে বদলি করে নতুন নিয়োগের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে রেশন নিয়ে যাতে কোনওভাবেই জল ঘোলা না হয়, তা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

আজ নবান্ন মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘সবকিছু আগে থেকে প্রস্তুত ছিল না৷ ফলে কোথাও কোথাও পাঁচ কেজি চাল, মাসেরটা একবারে দেওয়া হয়েছে৷ আগে দু’কেজি চাল ৩ কেজি গম দেওয়া হত৷ আমরা ভেবেছিলাম, যাঁরা গম নেবে না, তাদের চাল দেওয়া হবে৷ রেশন দোকানে ছোট থাকার জন্য রেশন দোকানে মাল রাখার জায়গা নেই বলে, এই মুহূর্তে ৯০% লোককে একমাসের চাল দিয়ে দেওয়া হলেও ১০% মানুষকে জায়গার অভাবে দেওয়া যায়নি৷ এটা আমরা খাদ্য দপ্তরের নির্দেশ দিয়েছি৷ জায়গা না থাকলে পাশে কোন গ্রামের মাঠ বা জায়গা জোগাড় করে মাসের রেশন একবারে দিয়ে দেওয়া হয়৷ যেখানে যেখানে দেওয়া হয়নি, সেটা দেওয়া হবে৷ এটাই সরকারের সিদ্ধান্ত৷’’

মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘রেশন নিয়ে চিন্তা করার কারণ নেই৷ কেউ এটা নিয়ে একটু বেশি বেশি করে ফেলছে৷ কেউ কেউ চেষ্টা করছে, রেশন দোকানে তাদের নিজেদের চাল৷ এটা ভাবার কোনও কারণ নেই৷ রাজ্য সরকার এই চালিয়ে দিচ্ছে৷ আমরা নতুন খাদ্য দপ্তরের সেক্রেটারিকে নিয়োগ করছি৷ যেহেতু এই বিষয়টা বারবার বলা সত্ত্বেও ১০% লোক অর্ধেক পেয়েছে, সেই কারণে আমরা নতুন নিয়োগ করছি৷ আমরা বলেছি, মাসে ৫ কেজি চাল দেওয়া হবে৷ ছ’মাস রেশন ফ্রি থাকবে৷ এটা সরকারের সিদ্ধান্ত৷ এইটা নিয়ে জল ঘোলা করার কোনও রাজনৈতিক দলের প্রয়োজন নেই৷ জল ঘোলা করাটা আমরা মানবো না৷ মানুষ বিপদে পড়লে, আমরা সহযোগিতা করব৷ সরকার তার সাধ্যমত চেষ্টা করছে৷ যাতে বিপদের সময় মানুষের পাশে থাকা যায়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + ten =