কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ করোনা রুখতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে রাজ্য সরকার৷ কিন্তু, চিন্তা বাড়িয়েছে খোদ স্বাস্থ্য কর্মীদের করোনা ছোবল৷ সূত্রের খবর, সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক স্বাস্থ্য কর্তা করোনা আক্রান্ত হয়েছেন৷ আক্রান্ত হয়েছেন হাওড়া হাসপাতালে নার্স৷ সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ওই স্বাস্থ্য কর্তার সংস্পর্শে থারা ৪৬ জনকে চিহ্নিত করা হয়েছে৷ তাঁদের মধ্যে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর৷ যদিও তাঁদের নমুনা রিপোর্ট এখনও আসেনি৷
রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিনস্থ সেন্ট্রাল মেডিক্যাল স্টোর৷ যেখান থেকে মূলত বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়৷ সেই মেডিসিনের স্টোরের উচ্চপদস্থ এক আধিকারিকের রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর৷ গত তিন দিন আগে তাঁর নমুনা সংগ্রহ করা হয়৷ গতকাল সকাল তাঁর রিপোর্ট পজেটিভ আসে বলে খবর৷
হাসপাতাল সূত্রে খবর, তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ সেখানে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন৷ ওই স্বাস্থ্য কর্তার সংস্পর্শে এসেছিলেন এমন ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে৷ সূত্রের খবর, ৪৬ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে৷ তাঁদের মধ্যে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর৷ যদিও তাঁদের নমুনা রিপোর্ট এখনও আসেনি৷ সংক্রমণ রুখতে এই মুহূর্তে কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য৷
অন্যদিকে হাওড়ার হাসপাতালের এক নার্সকরোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ সূত্রে খবর, তিনি শিশুদের কেয়ার ইউনিটে কাজ করতেন৷গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চলছে দু’জনের চিকিৎসা৷ তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷