রেশন ‘দুর্নীতি’র প্রতিবাদ! গ্রেফতার বিমান, সূর্য, সেলিম, সুজন

রেশন ‘দুর্নীতি’র প্রতিবাদ! গ্রেফতার বিমান, সূর্য, সেলিম, সুজন

 

কলকাতা: সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে পথে নেমে গ্রেফতার হলেন বাম নেতৃবৃন্দ। শনিবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কলকাতার রেড রোডে প্রতিবাদে সরব হল বামেরা৷ লকডাউনের মধ্যেই রাস্তায় মিছিলে করেন তাঁরা৷ মিছিলে হলেও ছিল সামাজিক দূরত্ব৷ এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ ছিলেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। লকডাউন বিধি ভেঙে পথে নামার অভিযোগ তুলে গ্রেফতার করা হয় বাম নেতাদের।

বাম নেতৃত্বের অভিযোগ, রাজ্যজুড়ে রেশন ব্যবস্থায় চূড়ান্ত দুর্নীতি হচ্ছে৷ এই দুর্নীতি-কালোবাজারি বন্ধ করে মানুষের কাছে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে৷ গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে গরিবদের ঘরে চাল-ডাল পৌঁছে দেওয়া হচ্ছে না। বরং রেশন সামগ্রি মজুত করে তৈরি করা হচ্ছে কৃত্রিম অভাব। মুখ্যমন্ত্রী দাবি করলেও, রাজ্যর বিপিএল তালিকাভুক্ত ১০০% মানুষ রেশন পাচ্ছেন না।

পাশাপাশি করোনা নিয়ে রাজ্য সরকার মিথ্যা তথ্য দিচ্ছে বলেও অভিযোগ জানান বাম নেতারা৷ তাঁরা বলেন, ‘মিথ্যা নয়, সঠিক তথ্য চাই’। সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবে৷ রাজ্য জুড়ে ব়্যাপিড টেস্টিংয়ের দাবিতেও সোচ্চার হন বাম নেতৃত্ব৷ এদিন সামাজিক দূরত্ব মেনে প্রায় ৫০ জনকে নিয়ে মিছিল করে বামেরা। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বাজায় রেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলেন আয়োজন করা হয়েছিল৷ কিন্তু লকডাউন বিধি ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ বামফ্রন্ট নেতাদের৷ বাজেয়াপ্ত করা হয় তাঁদের ব্যবহার করা গাড়ি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =