বসিরহাট: লকডাউনের শুরুতেই রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রেশন কি আদৌ পৌঁছচ্ছে গরিব মানুষের ঘরে? সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিও আরও একবার সেই প্রশ্ন তুলে দিয়ে গেল৷ ওই ভিডিওয় দেখা গেল ভুখা পেটে দিন কাটানো মানুষের আর্তনাদ!
এই ভিডিওটি ‘পশ্চিমবঙ্গ বিজেপি’র ফেসপুক পেজে পোস্ট করা হয়েছে৷ ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি আজ বিকেল৷ জানা গিয়েছে, ঘটনাটি বসিরহাটের৷ ওই ভিডিওয় দেখা গিয়েছে জামাল মল্লিক নামে এক বৃদ্ধের হাহাকার৷ মুখ্যমন্ত্রীর কাছে তাঁর করুন আর্তি, ‘‘মা আমাদের বাঁচান৷’’ তিনি বলেন, ‘‘আমরা আপনাদের সন্তান৷ আমাদের একটু দেখুন৷ আমরা দু’দিন ধরে কিছু খাইনি৷ আমরা আর সহ্য করতে পারছি না৷ আর খেতে দিতে না পারলে আমাদের গুলি করে মেরে ফেলুন৷’’ তিনি একই আবেদন জানিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং সিপিএম বিধায়ক রফিকুল ইসলামের কাছেও৷
তবে, ভাইরাল ভিডিওটিতে মুখে মাস্ক পড়ে স্থানীয়দের বড় অংশ জমায়েত করেছেন বেলে দেখা গিয়েছে৷ কিন্তু, প্রশ্ন উঠছে নকডাউন বিধি ভেঙে কীভাবে জমায়েত করেন স্থানীয়রা৷ সেই বিষয়টি প্রশাসনের অজানা ছিল? না কি গোটা ভিডিওটাই ভুয়ো? সম্পাদিত? উঠছে প্রশ্ন৷ যদিও ভাইরাল ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি আজ বিকেল৷
রেশন বণ্টন ব্যবস্থায় বারবার দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি৷ শনিবার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামে বামেরা৷ এর আগে বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক চলাকালীন রেশনের বিনামূল্যে চাল ১০ শতাংশ মানুষের কাছে পৌঁছাতে না-পারায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সরিয়ে দেওয়া হয় খাদ্য বিভাগের সচিব মনোজ আগরওয়ালকে। কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়নি৷