আরও বেশি পরীক্ষা! বাংলায় শুরু করোনা ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট, জারি বিজ্ঞপ্তি

আরও বেশি পরীক্ষা! বাংলায় শুরু করোনা ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট, জারি বিজ্ঞপ্তি

820779f45467e3ef24d287ec283f52af

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্যে শুরু হচ্ছে করোনা ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট৷ নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের৷ নয়া বিধি কার্যকর হলে দ্রুত বেশি সংখ্যায় করোনা পরীক্ষা করা যাবে৷ তবে, আতঙ্ক ছড়ানো রুখতে করোনা পরীক্ষার রিপোর্ট জানানো হবে না রোগীকে৷ একই সঙ্গে ২৩ জেলার সমস্ত হাসপাতলাকে ১৪ মেডিক্যাল কেলেজের আওতায় এনে ওই পরীক্ষা করানো হবে৷ বিশেষ বিশেষ এলাকায় ওই পরীক্ষা করিয়ে রিপোর্ট পাঠাতে হবে সংশ্লিষ্ট মেডিক্যাল কেলেজে৷

আজ রবিবার নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখন থেকে বিশেষ বিশেষ ক্ষেত্রে করোনা ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু করা হবে৷ যদিও এই নিয়ে বহুবার দাবি তুলেছিলেন বিশেষজ্ঞরা৷ করোনা পরীক্ষার জন্য করোনা ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হবে৷ তবে তা হবে করোনা চিহ্নিত এলাকায়৷ হটস্পট হিসাবে চিহ্নিত এলাকা কিংবা ক্লাস্টার অঞ্চলেও এই পরীক্ষা করানো হতে পারে৷ এছাড়াও করোনা সংক্রমিত এলাকাগুলির জন্য এই পরীক্ষা বিধি কার্যকর করা হতে পারে৷

করোনা পরিস্থিতির জেরে পৃথক পৃথক জেলায় সমস্ত সরকারি হাসপাতালকে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলি যুক্ত করে দেওয়া হয়েছে৷ জেলা ভিত্তিক করোনা ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট নির্দিষ্ট মেডিকেল কলেজে পাঠাতে হবে৷ তারপর সেখান থেকে মিলবে ফলাফল৷  সেই সমস্ত রিপোর্ট রোগীদের জানানো হবে না৷ যাতে আতঙ্ক যাতে না ছড়ায়, তার জন্য রিপোর্টের ফলাফল জানানো হবে না বলেও জানানো হয়েছে৷ তবে নয়া এই ব্যবস্থা কার্যকর করতে গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের অনুমতি নিতে হবে৷

cecaf68ab01a314b5c3e4ccb0e7c9b32

অন্যদিকে, জানা গিয়েছে, যে সমস্ত এলাকায় করোনা আক্রান্ত হওয়ার কোনও খবর নেই কিংবা যে সমস্ত এলাকা থেকে কোনও ব্যক্তির দেহে করোনা উপসর্গ মেলেনি, সেই সমস্ত এলাকায় করা হবে ‘পুল টেস্ট’৷ কীভাবে হবে এই পুল টেস্টিং? জানা গিয়েছে, এই পদ্ধতিতে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হবে৷ পিসিআর পদ্ধতিতে ওই ৫টি নমুনা পরীক্ষা করা হবে৷ ওই রিপোর্ট যদি নেগেটিভ হয়, তাহলে ধরে দেওয়া হবে, ৫ জন করোনা মুক্ত৷ আর রিপোর্ট পজেটিভ হলে সংশ্লিষ্ট পাঁচ জনের নমুনা পৃথক পৃথকভাবে পরীক্ষা করা হবে৷ তারপর মিলবে চূড়ান্ত রিপোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *