বাংলার ৭ জেলার পরিস্থিতি গুরুতর, টুইটে বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলার ৭ জেলার পরিস্থিতি গুরুতর, টুইটে বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের

b4f202762416cc2fbc5bbaf2b4aa5e46

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত করে লকডাউন বিধি কড়াকড়ি করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় চলছে পুলিং টেস্টিং ও  ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট৷ কিন্তু, তার মাঝেই রাজ্যের উদ্বেগ বাড়িয়ে টুইটে বিস্ফোরক দাবি করল  স্বরাষ্ট্র মন্ত্রক৷

আজ সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটারে জানানো হয়, পশ্চিমবঙ্গে ৭টি জেলায় করোনা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগজনক৷ ওই টুইট বার্তায় রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশের করোনা সংক্রমিত এলাকার নামও উল্লেখ করা হয়েছে৷