কেন বাংলায় আসবে কেন্দ্রীয় দল? গুরুতর প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

কেন বাংলায় আসবে কেন্দ্রীয় দল? গুরুতর প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

429f8cf718eafe33b2762363631d741d

 

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত করে লকডাউন বিধি কড়াকড়ি করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় চলছে পুলিং টেস্টিং ও  ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট৷ কিন্তু, তার মাঝেই রাজ্যের ৭ জেলায় লকডাউন বিধি ঠিকঠাক পালন না হওয়ার অভিযোগ তুলে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ কেন্দ্রের এই ঘোষণার পর রাজ্যের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের বিশেষ প্রতিনিধি দল বাংলায় আসছে৷ কলকাতা-সহ ৭ জেলায় ঘুরবে ২টি কেন্দ্রীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে৷ বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রের গঠিত এই ২টি পর্যবেক্ষক দল কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা পরিদর্শন করবে৷ এছাড়াও দেশের আরও কিছু রাজ্যে যাবে ওই প্রতিনিধি দল৷ লকডাউনে রাজ্যের একাধিক জায়গায় বিধিভঙ্গ হচ্ছে৷ তাতে করোনার বিপদ বাড়ছে বলে রাজ্যকে বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কেন্দ্রের তৈরি দলে থাকবেন একাধিক মন্ত্রকের প্রতিনিধিরা৷

লকডাউন পরিস্থিতির মধ্যে কেন বাংলায় আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল? সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির পরিপ্রেক্ষিতে জোড়া টুইট করে গুরুতর প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতিতে আমরা সমস্ত গঠনমূলক পরামর্শকে স্বাগত জানাচ্ছি৷ বিশেষ করে কোভিড-১৯ সঙ্কট নিয়ে কেন্দ্র সরকার যা বলেছে তা পালন করা হয়েছে৷ তবে, কেন্দ্র কীসের ভিত্তিতে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্র বিশেষ দল পাঠাচ্ছে, সেটা আমার কাছে পরিস্কার নয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আমার বিনীত আর্জি, কীসের ভিত্তিতে এইটা করা হচ্ছে, তা আমাদের পরিষ্কারভাবে জানানো হোক৷ যুক্তিসংগত কারণ দেখাতে না পারলে আমরা এই নিয়ে এগোতে পারব না৷ কারণ বিষয়টি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী৷’’