সিডনি: করোনা আক্রান্তে দিশেহারা অস্ট্রেলিয়া৷ সংক্রমণ থেকে বাঁচতে সবাই ছুঁটছে টিস্যু পেপারের পিছনে৷ দেখা দিয়েছে টিস্যুর হাহাকার৷ দেশের বড় বড় শহরগুলির মল আর ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিমেশে ফুরিয়ে যাচ্ছে হাজার হাজার টয়লেট পেপার। ওই সব মল ও ডিপার্টমেন্টাল স্টোর গুলির ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ৷ দোকানে ক্রেতাদের এখন একটাই চাহিদা ‘টয়লেট পেপার’৷
মাল ঢুকতেই চোখের নিমেষ শেষ হয়ে যাচ্ছে প্যাকেট প্যাকেট টয়লেট পেপার৷ দিন কয়েক আগে টয়লেট পেপার নিয়ে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল এক মলে৷ ছুরি নিয়ে তেড়ে আসে এক জন৷ পরিস্থিতি সামলাতে আসরে নামে পুলিশ৷ তবে এই ঘটনায় আহত হননি। কাউকে গ্রেফতার করেনি পুলিশ৷
সোশ্যাল মিডিয়ায় #toiletpapergate এবং #toiletpapercrisis ট্রেন্ডিং হয়ে ওঠে৷ এই পরিস্থিতির অন্যতম কারণ হল, এই টয়লেট পেপার আসে চিন থেকে। কিন্তু করোনা সংক্রমণের পর চিন থেকে পণ্য আনা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তার জেরেই দেশ জুড়ে দেখা দিয়েছে টয়লেট পেপারে আকাল।
এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে দেশের বহুল প্রচলিত সংবাদপত্র ‘দ্যা এনটি নিউজ’৷ এই সংবাদপত্রে পাতার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ তবে বাড়িতে পাতায় কোনও ছাপা নেই৷ নেই কোনও ছবি৷ এই বাড়তি পাতা মানুষ যাতে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে পারে সেটাই দ্যা এনটি নিউজের উদ্দেশ্য৷