লকডাউন বাধা কাটিয়ে প্রসব, নাম রাখা হল মমতা

লকডাউন বাধা কাটিয়ে প্রসব, নাম রাখা হল মমতা

কলকাতা: করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন৷ কিন্তু, মহামারীর সমস্ত বাঁধা কাটিয়ে স্থানীয় বিধায়কের সহযোগিতায় চিকিৎসক আনিয়ে সন্তানের জন্ম দিলেন বিধাননগরের নারায়ণপুর এলাকার প্রসূতি৷ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে মমতা৷

জানা গিয়েছে, লকডাউন পরিস্থিতির মধ্যেই প্রসব যন্ত্রণায় কাতর প্রসূতি গিয়েছিলেন নারায়ণপুরের বিদ্যাসাগর মাতৃসদনে৷ কিন্তু, হাসপাতালে পৌঁছেও মেলেনি ডাক্তার৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ প্রসূতির জন্য নিজের গাড়ি পাঠিয়ে দেন চিকিৎসককে হাসপাতালে আসার জন্য৷ পরে ডাক্তার আনিয়ে ওই প্রসূতির চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ শনিবার বিধাননগর নারায়ণপুর এলাকার ওই প্রসূতি সন্তান জন্ম দেন৷ মহামারীর পরিস্থিতির মধ্যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সন্তান জন্ম হওয়ায় ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের কাছে সন্তানের নাম মমতা রাখার আর্জি জানান প্রসূতির পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =