‘গৃহবন্দি’ কেন্দ্রীয় দল, নাকা চেকিং পুলিশের! বৈঠকে মুখ্যসচিব, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

‘গৃহবন্দি’ কেন্দ্রীয় দল, নাকা চেকিং পুলিশের! বৈঠকে মুখ্যসচিব, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

c7375a2970150138ed165bfe2f04a885

কলকাতা: চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত৷ রাজ্যের করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রের দুটি পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গে আসার পর থেকেই চরতে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনার পারদ৷ মঙ্গলবার রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্তি সচিব অপূর্ব চন্দ্র৷

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, প্রতিটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কেন্দ্রের নির্দেশিকা পাঠানো হয়েছিল৷ যেখানে কেন্দ্রীয় দলকে সহযোগিতার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে৷ অন্য রাজ্যগুলি সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ করছে না। এমনকী হটস্পট এলাকাতে তাঁদের যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। চন্দ্র জানান, গতকাল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও এদিন এলাকা পরিদর্শনে যেতে পারেননি তাঁরা। তাঁদের বলা হয়েছে, রাজ্যের কোনও প্রতিনিধি থাকলে তবেই কেন্দ্রীয় দলকে এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।

এদিন বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের অফিসার্স ইনস্টিটিউট থেকে বেরিয়ে গুরুসদয় দত্ত রোড ধরে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ পর্যন্ত যান কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতে হয় তাঁদের৷। এরপর সেখানে পৌঁছন বালিগঞ্জ থানার ওসি রঞ্জন হালদার ও ডিসি এসিডি দেবস্মিতা দাস। গুরুসদয় রোডের অফিসার্স ইনস্টিটিউটের সামনে বসানো হয় গার্ড রেল। পরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে সেখানেই বৈঠক করতে যান মুখ্যসচিব নিজে৷ পরে ৩টে ১৫ নাগাদ ফিরে যান তিনি৷ পরে, আজ বিকাল ৪টে ৪০ নাগাদ বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের অফিসার্স ইনস্টিটিউট থেকে বেরিয়ে পর্যবেক্ষণে যান কেন্দ্রীয় দল৷